হে নেতা
এবিএম সোহেল রশিদ।
রাতের পৃষ্ঠা উল্টালে ভোরের বিচ্ছুরণ
একে একে ভিড় করে কতশত মৃত্যুশোক—
আজ এই নিদানকালে এদের বড় প্রয়োজন
মিছিলের আগে, তাদের সাথেই দেখা হোক।
সমাগত জনতা বলুক-
হে নেতা! তোমার আদর্শ থেকে বিচ্যুতি
আমাদের ফেলেছে স্বৈরাচারের গ্যাড়াকলে—
অথচ তোমার দেখানো পথে
পৌঁছাতাম যদি গনতন্ত্রের উচ্চাসনে
সম্পর্কহীনতার বরফ সহজেই যেত গলে।
রাজপথ ডেকে বলে এসো আমার বুকে
এখানে দাঁড়িয়েই রুখে দাও আগুন-চোখ —
গুম হওয়া নেতা ফিরুক চেতনার উদ্যোগে
বঞ্চনার স্রোতে স্বপ্নদ্রষ্টার সাথে হোক সংযোগ।
অধিকারের দাবী দ্রোহ ছড়াক মৃত্তিকায়
পদদলিত ফুটপাত হয়ে উঠুক মুক্তির মঞ্চ—
পৌঁছে দিক গনতন্ত্র স্বৈরাচারীর ঠিকানায়
নির্মিত হোক আবার উদার নীতির মালঞ্চ।
১ Comment
দুর্দান্ত ভাবনার উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম ।