১৬৭ বার পড়া হয়েছে
মা-কে পড়ে মনে
এবিএম সোহেল রশিদ।
পড়ন্ত বিকেলে, পশ্চিমাকাশে আগুন জ্বলে
মেঘপুঞ্জ রক্তাক্ত হয়ে যায় বিদায়ের কান্নায়
নীড়ে ফেরা পাখি, অবহেলায় ডানা ঝাপটায়
ঢেউয়ের ফণায় সূর্য ডুবে, তিতাসের জলে।
.
পাথর চোখে বৃষ্টি, আঁচল জড়ানো স্মৃতিচারণে
মা-কে পড়ে মনে আমার, মা-কে পড়ে মনে।
.
দুঃসময়ে একতারা, সুরের দংশনে রক্ত ঝরায়
আশ্রয়ের মুখখানি, মুঠো মুঠে মায়া উড়ায়
মায়ের হাসির ঝিলিক, সোনা ঝরা রোদ্দুর
বুকে তুলে ঝড়, এ যেন স্নেহভরা সমুদ্দুর।
.
হারিয়েছে মা, ঐ নভোমণ্ডলের তারায় তারায়
বলে না আর কেউ ‘আয় খোকা, খাবি আয়!’
মা, রেখে গেছে হাজারো স্মৃতি, অমৃত মধুর
আমি আসবো মা, বল তুমি কতদূর, কতদূর।
.
কষ্ট দরজা খুলে, যতই চাই থাকতে, সব ভুলে
অশ্রুকণা ফুল, মাতৃত্বের আঁচলে রাখতে তুলে
শীতের জুবুথুবু ভোরে, ছায়াহীন ছাঁদের কোণে
মা-কে পড়ে মনে আমার, মা-কে পড়ে মনে।
.
এখনো শাড়ির ভাঁজে ভাঁজে, মায়ের গন্ধ খুঁজি
সাদাকালো ছবি জড়িয়ে, প্রশ্ন করি সোজাসুজি
আমার মত কেউ কি আর, তোমার কণ্ঠ শুনে
মা-কে পড়ে মনে আমার, মা-কে পড়ে মনে।
৩ Comments
চমৎকার সুন্দর।
চমৎকার সুন্দর।
চমৎকার সুন্দর।