বন্ধুত্বের বন্ধন
রাবেয়া আহমেদ চামেলী
বন্ধুত্ব হচ্ছে ভালোবাসার
এক প্রগার বিশ্বাস,
তাকে অটুট রাখবো
যতক্ষন থাকবে নিঃশ্বাস।
মনে হয় হৃদয়ের মাঝে,
সারাক্ষণ আপ্লুত রাখি,
আনন্দের ঝরনা ধারা
তাইতো ভাগ্যবান তারা
যারা খুশির বন্যাধারা করে প্রকাশ।
আমি তুমি সবাই যেন এক হয়ে যাই,
একরাশ ভালোবাসা পেয়ে
এসো না সবাই মানুষের কল্যাণে
নিজেকে বিলিয়ে দিয়ে শান্তির পরশ লাগাই।
এতে আনন্দ খুশি সুখ যেন খুঁজে পাই।
বর্ণিল শুকতারাগুলো যেন মিলেমিশে করছে
বিশাল উদারতার বিকাশ।
বন্ধু আছে নির্ভরতা আর বিশ্বাসে
বন্ধু হচ্ছে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে।
সমুদ্রের গভীরতার এক কষ্টের ঝলক
বন্ধুুর আনন্দ সুখে থামছে না পলক।
এসো না আমরা পৃথিবীর
মানুষের ভিন্নতা দূর করে,
বন্ধুত্ব মিলনের গানগাই
সুরে সুরে আর বলে যাই
বন্ধুত্বের নেই যেন কোন হিসাব নিকাশ।