১৬৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
-আবুল খায়ের
৩১-০৭-২০১৮
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায়
ফুটলো যে এক ফুলকলি
আকাশ বাতাস মুখরিত
গাইছে যে গান বুলবুলি।
মরুময়তায় জাগে প্রাণ
তোমার পরশ নিলে,
দূর করেছ অন্ধকার
আলোর মশাল জ্বেলে।
সতেজ হলো মাঠ-ঘাট
বৃক্ষ লতা ফুলে-ফলে,
কানায় কানায় ভরে ওঠলো
বাগান বিলাস শিমুলে।
নিজের চেয়ে দেশ বড়
নেইতো কিছু দ্যুলোকে
স্বপ্ন দেখতে শেখালে
ছড়িয়ে পড়তে ভূলোকে।
জনম তোমার ধন্য হলো
ধন্য হলো দেশ জাতি
লাল-সবুজের পতাকায়
করছে তাই মাতামাতি।
৩ Comments
জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠে স্বরধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি বাংলাদেশ আমার বাংলাদেশ
বাংলার স্থপতির যথার্থ গুনগান গেয়েছেন প্রিয়