১৩৬ বার পড়া হয়েছে
“ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা” —দেকার্তে
আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসব (চট্টগ্রাম পর্ব)
আমি থাকছি, আপনি আসছেন তো?
সবাইকে আসার আমন্ত্রণ রইলো।
স্থানঃ সি আর বি
সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা” —দেকার্তে
“বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয়না, মনোমালিন্য হয় না” —প্রতিভা বসু
“বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয়না, মনোমালিন্য হয় না” —প্রতিভা বসু
আমরা আপনাদের অপেক্ষায়। আসছেন তো বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসবে?
▪তারিখ: ২২ অক্টোবর ২০২১
▪স্থান: শিরীষ তলা, সি আর বি, চট্টগ্রাম
▪সময়: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা।
বই বিনিময় উৎসব সফল করতে একজন বই প্রেমী হিসেবে নিজে অংশগ্রহণ করুন, অন্যকেও অংশগ্রহণে উৎসাহিত করুন।
বইয়ের কথা ছড়িয়ে পড়ুক শহর নগর বন্দরে।
উৎসব সম্পর্কে যে কোন তথ্য জানতে মেসেজ করুন আমাদের বইবন্ধু পেজ এ কিংবা কল করুন–
✆ যোগাযোগ:
Moheuddin Toha
Rashib Ahammed