বই পড়া
আবদুল খালেক
বই পড়া শুরু আমার ছোটো বেলা হতে
ছাড়তে পারিনি তা আজও কোনোমতে।
পাঠ্যবই ফেলে রেখে পড়তাম গল্পের বই
রাগ করেনি কেউ, কারণ ক্লাসে প্রথম হই।
উপন্যাস পড়া শুরু সেই ছোটো বেলায়
পাঠ্যবই পড়া শেষ করতাম অবহেলায়।
হাই স্কুলে উঠে পড়ি বিশ্ব সাহিত্যের বই
পথের পাঁচালী পড়ে বইয়ের ভক্ত হই।
আরণ্যক, দৃষ্টি প্রদীপ, আরও কত পড়া
মাসুদ রানাও বাদ যায়নি পড়ে শেষ করা।
চোখের বালি, দত্তা, মহাযুদ্ধের ঘোড়া
মানিক, আশুতোষ, নিমাই, থোড়া থোড়া।
নন্দিত নরকে পড়ে হুমায়ূন আহমেদ শুরু
তিনি তখন ছিলেন আমার ভার্সিটির গুরু।
হিমু ও মিসির আলি পড়ে শেষ করি
তারপর পড়া ছেড়ে লেখায় কলম ধরি।
কবিতা লেখা ছেড়ে এখন উপন্যাস লিখি
সাহিত্যের অনেক কিছু রোজ আমি শিখি।
চার উপন্যাস লেখা শেষে পঞ্চমটা ধরি
‘গোধূলির আলো’ লেখা শেষ যেন করি।
লেখার মাঝে ব্যস্ত এখন পড়ার সময় নাই
তবুও একটু সময় পেলে বই পড়তে চাই।
———————————————————
প্রকৌঃ আবদুল খালেক
দুয়াজানী, নাগরপুর, টাঙ্গাইল
১ এপ্রিল ২০২৩, ভোর ৫:৪১
১ Comment
সুন্দর।ভাবনার সমৃদ্ধ কথা।চলুক।