বই আলোচনা:
কাব্যগ্রন্থ: আমার অক্ষরে তুমি
লেখক: সিরাজুন নাহার সাথী
আলোচনায়: অরণ্য আন্ওয়ার
২৮ – ০৭ – ২০২১ ইং
” আমার অক্ষরে তুমি ” কবি সিরাজুন নাহার সাথীর পঞ্চম কাব্যগ্রন্থ। বইয়ের নামটা শুনেই মুখিয়ে ছিলাম কবে হাতে পাবো বইটি। অবশেষে হাতে পেয়ে স্বস্তি পেয়েছি। মুগ্ধতা ভরা মন নিয়ে বইটি বেশ কয়েকবার পড়েছি। পড়ে জানতে পেরেছি , বহুমাত্রিক জ্ঞানে প্রজ্ঞাবান এক ব্যাক্তিত্বকে। কবিতার মধ্যে দিয়েই যিনি প্রকাশ করেছেন তার দর্শন থেকে ইতিহাস, সাহিত্য, গনিত, বিজ্ঞান সহ সব বিষয়ের জ্ঞানকে। বইয়ের অধিকাংশ কবিতাই প্রেমকে উপজীব্য করে লেখা। মানুষে মানুষে প্রেম – অপ্রেমের যে দ্বন্দ্ব তার বাইরেও সম্প্রীতির যে ভালবাসার বন্ধন, সেটাকে উপজীব্য করেই অধিকাংশ কবিতা লেখা। কবি প্রবল অনুভব দিয়ে উপলব্ধি করেছেন প্রেমকে। সে উপলব্ধিগুলোর সমন্বয় ঘটাতে চেয়েছেন কবি তার কবিতার বইটিতে। একেকটা কবিতা পড়ে আমার মনে হয়েছে, কবি চিৎকার সর্বস্ব শিল্প পছন্দ করেননা। প্রেমকে তিনি রূঢ় বাস্তবতার নির্মমতা ও জৈবিক সংকট থেকে তুলে এনে রূপ দিয়েছেন মানবিক স্লোগানের মতো প্রগাঢ় করে। শিশু যেমন প্রথম শেখার সময়টাতে দুর্মর চোখে যে কোন কিছুকেই বিস্ময় ভরা চোখে দেখে, সবকিছুকেই মুঠোতে ধরে রাখতে চায়, সেই শিশুর মতো প্রেমকে কবি মুঠোবন্দী করে দিয়েছেন উচ্চতা, গতিময়তা, বিশালতা। তার কিছু কিছু কুশল কবিতায় প্রেম যেমন ট্র্যাজিক, আবার সেই অপূর্ব প্রেমই পেয়েছে নিটোল রূপ। কবির প্রতিটি কবিতার ভাষা একই সাথে আটপৌরে ও মায়াবী, যা যে কোন কাব্যপ্রিয় পাঠককে আকৃষ্ট করবে।
বিঃদ্রঃ – বইটির উৎসর্গ পত্র পড়েও বুঝতে পারি, অন্য কবি – লেখকদের মতো সিরাজুন নাহার সাথী গতানুগতিকতাকে ধরে রেখেছেন। সহজ – সাধারন উৎসর্গ পড়ে সাধারন পাঠকও বুঝতে পারবে কবির সহচরদের প্রতি ভালবাসার গভীরতাকে।
পরিশেষে বলতে চাই, কবির বিচিত্র – বর্ণময় – বৈশিষ্ট্যপূর্ণ এক সৃষ্টি এই ” আমার অক্ষরে তুমি ” নামক কবিতার বইটি, যা শুধু কবিতা প্রেমী পাঠকের হৃদয় নয়, একই সাথে বাংলা কবিতার ভুবনকেও আরও বেশি আলোকিত করতে সক্ষম।
১ Comment
বই।বিশেষ করে কাব্যগ্রন্থ আলোচনা।মোটেও সহজ বিষয় নয়।সোজা পথে না চলা এঁকে বেঁকে চলা নদীর মত কবির একেকটি কবিতার স্বরুপ অনুধান পুর্বক সমগ্র কাব্যের সমন্বিতভাব উদঘানের সম্ভাব্য বিশ্লেনে যেতে হয় একজন প্রাজ্ঞ আলোচক ও বিসুদ্ধ সমালোচক পন্ডিতকে বিশেষ বিজ্ঞ অভিধায়।
সেই মহৎ কাজটিই আলোচক অরন্য আন্ওয়ার সাহেবর কলমে পরস্ফুটিত হয়েছে।