ফেলে আসা দিনগুলো
নাছরিন জাহান শিপা
আজ শূন্য লাগে আমার,
কেন শূন্য লাগে?
বৈশাখ জ্যৈষ্ঠ গেছে চলে
আম জাম কাঁঠাল আর পাকে নাকো।
আষাঢ় শ্রাবণ শূন্য লাগে আমার,
কেন শূন্য লাগে?
আষাঢ় শ্রাবণে বাদল হতো কানায় কানায় নদী-নালা ভরপুর থাকতো,
মনে প্রেম জাগতো।
আজ শূন্য লাগে দিনগুলো,
চলে গেছে ভাদ্র আশ্বিন
তাল পাকিতো পিঠাপুলিতে বেশ জমতো,
দুধারে কাশবন ফুলে ফুলে ভরে যেতো।
আজ শূন্য লাগে আমার দিনগুলো,
কার্তিক অগ্রহায়ণ গেছে চলে
ঘরে ঘরে কৃষকের সোনার ফসল আসতো,
কৃষানীর মুখে হাসি ফুটতো।
আজ শূন্য লাগে আমার দিনগুলো,
পৌষ মাঘ গেছে চলে
খেজুর রসে পিঠা পায়েসের আয়োজন হয় না যে!
আমার শূন্য লাগে দিনগুলো,
ফাল্গুন চৈত্র মাসে
মধুর কন্ঠে কোকিল গান গাইতো মিষ্টি সুরে ।
কেন শূন্য হল আমার দিনগুলো?
মনে হয় বার বার ফিরে যাই ফেলে আসা দিনগুলোতে।
০৬-০১-২০২৩