ফেলে আসা দিন
আত্মকথন:
লেখক: সোহেল আকন নবাব
পর্ব # ০১
ফেইসবুক খুললে দেখা যায়, বরিশালের ভাষা নিয়ে অনেকেই টল করেন। তাতে অন্য জেলায় মানুষেরা আনন্দ বোধ করে। বরিশালে মানুষ ১%লোক। এই ভাষাতে কথা বলে। বরিশালে নাম করা কবি সাহিত্যিক, গুণীজন এই ভেনিসে জন্ম গ্রহণ করেছেন। বরিশালকে বাংলার ভেনিস বাংলা হয়। এই কারণ এখানে নদ-নদী অববাহিকায় মাঝাখানে ঘরবাড়িসহ অপরুপ দৃশ্যর অবতারণায় সুগন্ধা, ফুল তলা, কীর্তনখোলা, ধানসিঁড়ি, সন্ধ্যা, এ রকম সুন্দর নাম অন্য বিভাগ খুঁজে পাওয়া যাবে না। প্রথমে এসে যায় বাংলার ? শের-এ বাংলার কথা, তিনি দুঃখি মানুষের জন্য তৈরি করে ছিলেন, ঋণ সালিসি বোড। তার অবদানে কৃষক কুল পেয়েছে, বাঁচার প্রেরণা ।
আমরা ভূলতে পারি না, মানিক মিয়া কে তিনি সংগ্রাম করেছেন, স্বাধীনতা জন্য। তার সাংবাদিক তুলিতে, বাংলা দামাল ছেলেরা এগিয়ে এসেছে বীর দপে। বাংলার, কবি সুফিয়া কামাল, কবি জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের কবিতা তায় খুঁজে পাই, মানুষের জীবন বোধ। রূপসী বাংলার রূপ প্রকাশ করেছেন, তার কবিতায়। নারী জাগরণের চেতনার প্রতীক সুফিয়া কামাল। কবি আহসান হাবীব, তার কবিতায় আমাদের মনে করে দেয় বাংলাকে ভালবাসার। চারণ কবি মুকুন্দ দাস তার কবিতায় ছন্দ জাদু। কবি কামিনী রায় তার কবিতায় পাওয়া য়ায, জীবন মুল্য বোধ। আবদুল গাফ্ফার চৌধুরী, আলতাফ মাহমুদ এর গানে ও সুরে আমাদের চেতনা জাগ্রত হয়। মহত অশ্বিনী কুমার দত্ত, জুয়েল আইচ ,জাদু শিল্প বিশ্ব খ্যত। গোলাম মোস্তফা। বাংলা দেশের সংবিধান রচনা করেছেন তিনি তিনি ডক্টর কামাল হোসেন। বীর শ্রেষ্ঠ মহি উদ্দিন, সেক্টর কমান্ডার মেজর জলিল, নতুন প্রজন্মের মধ্যে সুবর্ণ মোস্তফা, হানিফ সংকেত, মোসারেফ করিম, সাব্বির, তানিয়া, গীতিকার লিটন অধিকারী রিন্টু, ইউটিউব বার ১ তৌহিদ আফ্রিদি। সবাই এই ভেনিসে জন্মগ্রহণ করেছেন।
আসছে…., দ্বিতীয় পর্ব, চোখ রাখুন প্রতিবিম্ব প্রকাশে।
৩ Comments
Wonderful writing.
দ্বিতীয় পর্বের লেখা দেখতে চাই
congratulations;