ফেরারি স্পর্শ
(অধরা আলো)
চারদিক ঘুটঘুটে আঁধার মেঘ কালো আকাশ
আলোর বিচরণ কোথাও নেই, হিমেল বাতাস
করিডোরে দাঁড়িয়ে, ফেরারি স্পর্শ স্মৃতির পাতায়!
ডায়েরির ভাজ খুলতেই সেই চিরচেনা মুখ ভয়ে
আতংকিত কুঁকড়ে যাওয়া শরীরের প্রতিটি মুহূর্ত!
নর পিচাশের হিংস্র থাবা আচঁড়ে কাটা দেহ ক্ষত বিক্ষত।
বিকট অট্ট হাসির শব্দ আজও কর্ণে বাজে
বিড়ঙ্গনার আপোষহীন চোখে যন্ত্রণার ছাপ আজ
ও আঁখি পাতে অশ্রুতে হয় টলমল।
ফেরারি স্পর্শ বারংবার ফিরে আসে স্মৃতির স্মরণে
কামানের গুলিবিদ্ধ মুক্তি সৈনিকের লাশের সারি।
মায়ের কাছে সন্তানের আত্ননাদের করুণ চিঠি,
শত শহিদের রক্তে ভেজা মৃত্তিকা লাল সবুজের পতাকা।
নতুন প্রজন্মের কাছে সৌনালি দিন বিজয় বারতা
পঞ্চাশ বছর আজ স্বাধীন ভূমির জন্ম, পেয়েছি স্বাধীনতা।
আজ সূর্য উঠে ভোর হয় মুক্ত আকাশে বিহঙ্গ ডানা মেলে।
হরিৎ ফসলে ভরে যায় প্রান্ত থেকে প্রান্তর।
কৃষক ফসল ফলায় মনের সুখে শান্তিতে,উল্লাসে
তবুও ফেরারি স্মৃতি গুলোর স্পর্শ জাগ্রত অহরহ।
হারানোর যন্ত্রণায় পুড়ায় অবিরত।
১ Comment
একরাশ কৃতজ্ঞতা জানাই কালের প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক মন্ডল কে।