রাত্রি নামে রূপালী ডানায়
ফেরদৌসী বেগম
চিলের ডানায় সন্ধ্যা নামে
সোনালি রেখা আকাশের কোলে
গোধূলির আবীর ছুঁয়ে যায়
ঝাউ বীথিকায়।
পাখির কিচির মিচির
ময়ূর যুগলের আসা যাওয়া
কিছু কথা তখনও বাকী
কিছু ভাষা লুকিয়েছে পাতায়।
অপেক্ষমান প্রেমিকের মতো
রাত্রি নামে ধীরে ধীরে নিরবে
শত কোটি বছর কি পৃথিবী এভাবেই ঘুমাবে?
এভাবেই হবে পারাপার
কিছু কথা রয়ে যায় নির্বাক নদীর মতো।
নদীও বোঝে দুঃখের কাব্য
যতটুকু বুঝে অনুভবে তার চেয়ে বেশি স্পর্শে।
একদিন নদীকে ছুঁয়ে বলবো-
এই জমিনের ঘাসগুলো জরাগ্রস্হ
মেরুর শীতলতায় কুণ্ডলিত,
ভাবনাগুলো অগোছালো অবাধ্য কেশের মতো,
সুখগুলো ক্ষণস্হায়ী পাতার মতো
আলগা বাতাসেই ঝরে যায়,
শুধু রাতের শশীই জানে
কতটা মায়ায়, কতটা ভালোবাসায়
নৈঃস্বর্গ ছড়ায়।
থেকো রাত জাগা শশী,
থেকো ভালোবাসা
থেকো নদী, রূপালী ঢেউ,
যদি আর না দেখা হয়
জেনো ক্লান্ত পথিক একদিন
ভিজিয়েছিলো ঠোঁট
এ জোস্নায়
অব্যক্ত বেদনায়।
ফেরদৌসী বেগম, রাজশাহী।
১ Comment
congratulations