ফেইক
সুরমা খন্দকার।
জীর্ণ শীর্ণ বিকেল কি জমকালো হয়।
কথার বিশ্বস্ত সাধুতায়
চরম সরলতা উপস্থাপন
তীব্র প্রেমের উপাখ্যান
পুজোর থালার মতোন গোছানো
বুকের ভিতর বেনামি ঢেউয়ের
তোলপাড়।
নাম পরিচয়হীন বলে তা হয়ে গেলো
ফেইক!
রাতের পর রাত।
ভুলে গিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ
জীবন কে মনে হয় অযাচিত ক্ষণ।
পৃথিবীকে চোরাবালির মতো আঁকড়ে
ধরে আমি লিখতে চেয়েছিলাম
ভালোবাসার নাম।
বিচ্ছিরি বিকেলে বুঝে নিলাম
তুমি শঠতার উর্ধে শুধুই দাতা।
আমার একলা চলা অপেক্ষমান ভরা ছিল কেবল ছল আর শঠতা।
যে আবেগ অনুভূতি লুকিয়ে রেখেছিলাম গহীনে
তোমার বেনামি বেওয়ারিশ আবেগগুলো,
আমায় বদ্ধ বাতাসে উড়িয়েছিল।
ভাষার অসীমতা বার বার আমায় ভুলিয়েছে আমি অযোগ্য।
আমি বেমালুম ভুলে যাই সবকিছু।
ঘুমহীন চোখ জোড়ায় বহুরুপের আনাগোনা।
বহুরুপী বলে
আজ ঘুমোলেই বাঁচি।
আজ হরিয়ে যেতেই ভালবাসি।