নিঃসঙ্গের সাথী
ফিরোজ আহমেদ সুজা
২৭/৯/২১
আজ হতে বছর দশ পরে
তুমি পাবে না তাকে খুঁজে
বলবে না কেউ একজন ছিল এখানে
থাকতো এই পাড়াতেই
হেঁটে যেতো এই পথে
নিশুতি রাতে গান গেয়ে,
শহর থেকে কাজ সেরে
বাড়ি ফেরার পথে
পুরনো দিনের গান
পুরনো দিনের সুরে সুরে,
কখনো পল্লী গীতি
ও কি গাড়িয়াল ভাই
কতই রবো আমি পন্থের দিকে…….
কোনদিন ভাটিয়ালি
ভাটির গাঙ্গের নাইয়ারে
কোথায় যাও তুমি উজান গাঙে বাইয়া রে…..
কখনো হাওয়া মে উড়তা যায়ে
মেরে লাল দোপাট্টা মলমল কা হোজি হো…..
আবার শুনেছি নজরুল গীতি
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই।
কেন মনে রাখ তারে…….
কোনদিন আধুনিক গান
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়…….
এমনি করে প্রতিরাতে
চলে যেতো ওর বাড়ির পথে,
অমা বা পূর্ণিমা রাতে।
কোনদিন বাঁশী বাজিয়ে
চলে যেতো আপন মনে
গানের সুর বাজিয়ে
গানকে পথের সংগী করে,
নির্ভয়ে গানকে নির্ভর করে।
১ Comment
Feroz Ahmed