ফিরে এসো শেখ মুজিব
জেবুন্নেছা সুইটি
রাতভর মিটিং, চোখে নেই ঘুম নেই বিশ্রাম!
সকালে নাস্তার টেবিলে চিন্তিত!
বিছানায় শুয়ে এক দন্ড স্বস্তি পাইনি যে
সে আমাদের জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিব”।
বেগম মুজিব মাথায় হাত রেখে বললেন, “একটু স্থির হোন”।
ঘুরে উঠে বসে গেলেন বঙ্গবন্ধু, বললেন
“আমার সামনে লাখো মানুষ, কি করে স্হির থাকি বলো?
তাদের হাতে বাঁশের লাঠি, লগি-বৈঠা,
চেয়ে দেখো আমার পিছনে অস্ত্র মেশিনগান,
স্টেনগান বন্দকের নল মাথায় ঠেকিয়ে।
আর, আমাদের আছে ছুরি-কাঁচি দা বটি!
নেই কোন ভারী অস্ত্র।
আমরা হার মানবো না, আমাদের আছে বুদ্ধি,
আছে সাহস, মনোবল আর লক্ষ কোটি জনতা।
বুদ্ধি দিয়ে রুখে দাঁড়াবো, পাকিস্তানি কুচক্রীদের
পরামর্শ শোনার দরকার নেই।
আমি আমার বিবেক দিয়ে মন যা চায় তা-ই করবো।
চিন্তিত বঙ্গবন্ধু, সাদা পাঞ্জাবি,
হাতাকাটা কালো রঙের কোট পরলেন।
নিজ হাতে তুলে নিলেন তামাটে রঙের পাইপ ও ইরিমোর তামাকের কৌটা,
হনহন করে বের হয়ে পড়লেন।
মঞ্চে বঙ্গবন্ধুর চারিদিকে জনতা!
মুখ দিয়ে আন্দোলনের ডাক…চারি দিকে স্লোগান…
বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন করো,
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা,
জাগো জাগো বাঙালি জাগো।
রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে থাকা লাখ লাখ মানুষ।
বঙ্গবন্ধুর চূড়ান্ত নির্দেশ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
খোলা মাঠে নেমেছেন বঙ্গবন্ধু,
সাহস যুগিয়েছেন জনগণকে,
দেশ হল স্বাধীন, আমরা স্বাধীন জাতি।
আমাদের স্বাধীন বাংলাদেশে কী করছি আমরা!
ওরে নির্বোধ বাঙালি!
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামের কথা আজও কী মনে রেখেছিস?
আমরা কিছুই মনে রাখিনি।
আমরা দলমত নির্বিশেষে মিলেমিশে কাজকর্ম করতে শিখিনি,
আমরা শিখেছি নিজের জন্য বাঁচা!
শিখেছি হানাহানি, রাহাজানি, ক্ষমতা, লুট, দ্বন্দ্ব।
লোভ লালসার কার্নিশে ঝুলিয়ে থাকি প্রতিনিয়ত।
আমরা কী মানুষ! আমরা কী আজও স্বাধীন!
কে দিবে এর জবাব?
শুধু বলবো ফিরে এসো আবার,
বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবু রহমান।
১ Comment
congratulation