সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা’র কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত কবি ও লেখকগণ লোকগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন।
করোনা থাবায় দীর্ঘ স্থবিরতার পর সাহিত্য-সংস্কৃতি চর্চাকে ঘুরে দাঁড় করানোর প্রচেষ্টায় গতকাল সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে ফিরেদেখা’র কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ বরেণ্য লেখক, গবেষক ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিরেদেখা’র সাধারণ সম্পাদক, কবি ও প্রকাশক সাকিল মাসুদ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে ফিরেদেখা’র উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন যুগ্মসচিব আবৃত্তিকার মোঃ শওকত আলী, বাংলা একাডেমির উপপরিচালক ও গবেষক ড. তপন বাগচী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খান খাজা, কথাসাহিত্যিক নূরুননবী শান্ত, কবি শাহিন মমতাজ, ডা. নাদিয়া জান্নাত, কথাসাহিত্যিক আজুবা পারভীন, মুর্শিদা জামান, রিয়াসাত হাসান জ্যোতি, কনা চৌধুরী, ডা. অমল, কবি ও সংগঠক আবুল খায়ের, মোজাফফর হোসেন বাবু, সালমা লুনা, রুনু, বাপ্পি, মেজবাহ মুকুল, এবিএম হাফিজ নয়ন প্রমুখ।
কথাসাহিত্যিক নূরুননবী শান্ত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১৯৫৬ সালে শাহ আব্দুল করিম গান রচনা করেছিলেন।
ড. তপন বাগচী বলেন, বঙ্গবন্ধুকে গ্রামের সহজ সরল মানুষেরা চিনতে পেরেছিলেন। তাই তাকে নিয়ে বিভিন্ন সময় গান কবিতা হয়েছে এখনও হচ্ছে ।
মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক বিপ্লবের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না সবার আগে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেজাউল করিম মুকুল বলেন, ফিরেদেখা মানে সামনে দেখা। ঢাকায় ফিরেদেখা’র এটিই প্রথম কবিতার আড্ডা । ভবিষ্যতে এই আড্ডা নিয়মিত হবে।
২ Comments
কবিতা এভাবে এগিয়ে যাক
thanks