১. আঁধার-কে ভালোবাসিনি
আমি আঁধার কে ভালোবাসিনি
শুধু তোমাকে চাইবো বলে।
তুমি আলোগুলো সব এক লহমায়
নিভিয়ে গিয়েছো চলে।
আমি ব্যস্ত নাবিক
ক্লান্ত শ্রমিক
জীবনের পথে ঘাটে।
তুমি আঁধার দিয়েছো
আলোর ঠিকানা
নিভিয়ে নিজের হাতে!
আমি আঁধারকে ভালোবাসিনি
তোমার আলোর ঠিকানা পেতে।
তুমি আলো নিয়ে
শুধু খেলে গেলে
আমায় অথৈই আঁধারে রেখে।
আমি আঁধারকে ভালোবাসিনি
তোমার আলোগুলো ভালোবেসে।
২. ঠিকানা
তোমার জন্য স্মৃতির কিছু পালক রেখে যাবো।
ভোরের মতোই ঝাপসা
সকাল -রাত্রি রেখে যাবো!
দিনের গন্ধ ছুঁয়ে থাকা শিশির যেমন রোজ
সকাল দেখার আকাঙ্খাতে
হারিয়ে ফেলে খোঁজ।
কোলাহলের ভীড়েরও যখন
একলা হবে খুব
সাদাকালো স্মৃতির খাতায়
ডুব দিও চুপ চুপ।
তোমার জন্য আমার কিছু সকাল রেখে যাবো।
রাতের মতো স্বচ্ছ
একটা আকাশ রেখে যাবে।
হারিয়ে ফেলে আবার যখন
খুঁজবে আমায় রোজ!
মাতাল হাওয়ার গন্ধ জুড়ে
পাবে আমায় খোঁজ।
কবি পরিচিতি:
কবি ফারাহ্ শারমিন
ময়মনসিংহের মেয়ে। ময়মনসিংহে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে নিযুক্ত আছি। শিক্ষকতায় প্রায় নয়বছর ধরে আছি।
ফারাহ্ শারমিন
প্রভাষক পদার্থবিজ্ঞান
ময়মনসিংহ মহিলা কলেজ।