তোমার আমার মাঝে
– ফারহানা আহাসান
তোমার আমার মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটাই স্বাভাবিক।
হয়তো তুমি আর আমার চোখের দিকে
তাকিয়ে বুঝতে পারো না
আমার চাওয়া পাওয়া।
কারণ আজ আর তোমার চোখ আমার
চোখের দিকে স্থির হয় না।
আসলে তুমি জানতে চাওনা আমারও কিছু বলার আছে।
সেদিনও হয়তো দুরে নেই, যখন তোমায় ছুঁয়ে
দেখার আশায় বসে থাকবো।
আমি আস্তে আস্তে তলিয়ে চলেছি প্রতিনিয়ত,
তোমার এক কাপ চায়ের সঙ্গী আমার হয়ে উঠে না।
কারন আমার উঠন জুড়ে শুধু তিক্ততা জায়গা করেছে।
দোষটা কি দুজনের,
না আমার একার কিংবা তোমার।
কোথায়! কখনো জিজ্ঞেস করলে না সারাদিন ঠিক ঠাক ছিলাম তো?
জীবনের এ থমথমে পরিস্থিতিটা হয়তো থাকবেনা এক সময়।
শুধু এই বিষাদের হৃদয় থেকে যাবে অস্থিত্য জুড়ে।
ভুল বোঝাবুঝির লুকোচুরির অবসান ঘটবে,
তখন হয়তো আর ভুল বুঝে বসে থাকার মানুষটা থাকবে না।
১ Comment
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।