যাপিত জীবন
—ফারজানা লুবনা
কত শূণ্যতা আর অপূর্ণতা নিয়ে,
আমাদের এই বেঁচে থাকা।
এই যে এক একটা মানুষ দেখি,
কত আনন্দ হাসি ঠাট্টায় মেতে আছে,
কিন্তু কেউ জানে না এই হাসির আড়ালে,
কত শত অপূর্ণতা নিয়ে এই পথ চলা
এই বেঁচে থাকা।
তবু জীবন থেমে নেই চলছে তার নিয়মেই,
আছে শুধু বুকেরভেতর এক বুক
হাহাকার আর হাহাকার!
তার খবর কি কেউ রাখে কোন দিন?
দিন শেষে যখন নিজের ঘরে ফেরে,
তখন থাকে শুধু এক বুক শূণ্যতা,
আর স্বপ্নের হাতছানি,
যা তাকে আবার নতুন করে বাঁচতে শেখায়,
শেখায় মায়াময় এক নতুন জীবনের,
নতুন দিনের খোঁজ করতে।
মানুষ যা পারে অন্য প্রাণী তা পারে না,
কারন মানুষই এক মাত্র যে শেষ থেকে
আবার নতুন করে শুরু করতে পারে।
এইতো জীবন এইতো
বেঁচে থাকার নতুন নাম স্বপ্নবাজ!
স্বপ্নবাজ হয়ে পথ চলা!
যে কিনা জীবনবাজী ধরে স্বপ্নের খোঁজ করে।।