মৃত্যুর আগে আমার যেন মৃত্যু না হোক
ফারজানা কবির ঈশিতা
০৫/১০/২০২১ইং
মৃত্যুর আগে আমার যেন মৃত্যু না হোক
মৃত্যুতে আমার আমি চাই না কোন শোক
আমি জীবন্ত জীবনের সবটুকু সবুজ দেখবো ছুঁয়ে..
লোভ ঘৃণার কদর্যতা মাড়িয়ে সুখ নেবো নি:শ্বাসে
দু:খ কষ্ট কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে আমাকে জীবনের হিসেব..
চোখে ধরে ব্যথার সমুদ্র
তৃষ্ণার্ত চোখ মেটাবে তৃষ্ণা নোনা জলে
প্রতারিত প্রেমের বিরহ আমাকে করে দেবে
বেদনার ফসল ফলানো দু:খচাষী
প্রিয়মুখের শত শত শপথ ভাঙ্গার যন্ত্রনা অহর্নিশ আমাকে পোড়াবে
ভ্রান্তি বিচ্ছেদ বেদনা ও ক্রন্দনের ব্যাকরণ
আমাকে দেবে আমৃত্যু ব্যর্থতার স্বাদ
অপবাদ অপমানের আঘাত আমাকে করবে আহত আঘাতে আঘাতে
মান অভিমানের ব্যাকুলতা লেপ্টে থাকবে হ্নদয়ে ডাল পালা ছড়িয়ে
ভরপুর অপূর্ণতা যদি থাকে থাকবে জীবনের পরতে পরতে..
ফুরালে অপেক্ষা জীবন মৃত্যুর সন্ধিক্ষনে
অপ্রাপ্তির সকল আঁধার যাবে কেটে অন্তিম স্পন্দনে
খুঁজে নেবো আমি জীবনের পূর্ণতা মৃত্যুর নিমন্ত্রণে
আমার না থাকা জুডে ..চাই না থাকুক কিন্চিত কোন শোক…
মৃত্যুর আগে আমার যেন মৃত্যু না হোক..