২১৮ বার পড়া হয়েছে
মেঘের অনেক রঙ
ফারজানা আফরোজ
তাং-২৪/০৯/২০২১
মেঘ দিয়েছে উড়ো চিঠি
বলছে আমায় সে যে,
মনটা নাকি ভীষণ খারাপ,
বৃষ্টি ফোঁটা ঝরে তাতে।
অঝোর ধারায় শুরু হল শ্রাবণ বরষণ
কালো মেঘে ঢেকে গেল,
সবুজ ঘন কেয়ার বন।
ঝরাপাতায় সবুজে ছেয়ে গেল পথ।
মেঘ বলেছে যাচ্ছি আমি
আকাশ হল নীল,
কালো মেঘ কেটে গিয়ে,
রোদেরা দেয় সেথা উঁকি।
নীলগিরিতে পাহাড় চূড়ায়,
সেথায় ছুঁয়ে এলাম মেঘ।
পেঁজা তুলোর মেঘের ছোঁয়ায়,
আজ রঙ্গিন হলাম বেশ।
নীল,ছাঁই,সাদা,কালো,
হরেক রকম মেঘ,
মেঘেরা আজ ছুটছে যেন,
যাচ্ছে কোন দেশ।