পৃথিবীর মানচিত্রে
ফারজানা আফরোজ
তাং-১০/০৭/২০২১
পৃথিবীটা ঘুরছে নীরবে চতুর্দিকে
আমি বেড়াচ্ছি মানচিত্রের চারদিকে।
সুন্দরবন থেকে সুদূর বান্দরবন
হিমালয় থেকে মেঘালয়
টেকনাফ থেকে তেতুঁলিয়া
কক্সবাজারের সমুদ্র সৈকত
কিংবা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রীজ
কখনো পাহাড়, কখনো নদী বা সমুদ্র;
সেন্টমার্টিন দ্বীপ, আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ;
গিয়েছি দেশ হতে দেশান্তরে-
সাহারা মরুভূমি, গোবি মরুভূমির ধূ-ধূ প্রান্তর;
যেখানে ফুটে আছে ক্যাকটাস ফুল
মরুভূমির পথে চড়েছি উটের পিঠে।
ঘুরেছি বরফ ঢাকা জায়গা-
সিকিম, সাইবেরিয়া, এস্তোনিয়া।
শালবন, আমাজন বন, রেইন ফরেস্ট
মহাসাগর, সাগর, সবুজ বন-বনানি
কাশ্মির, পাঞ্জাব, দিল্লী,আগ্রা
এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা;
দেখেছি ব-দ্বীপ, প্রবাল দ্বীপ, আগ্নেয় দ্বীপ;
ঝর্ণাধারা, গুহা, প্রাচীর, সপ্তাশ্চর্য।
অদেখা ভূবন দেখেছি মানচিত্রে-
যাযাবর হয়ে ঘুরেছি দেশে দেশে।
দেখা হয় নি নিজ চোখে তে-
পড়া হয়নি লালবাগের কেল্লার গল্প।
বিশ্বটাতে ঘুরেছি মানচিত্রের এদিক ওদিক-
সমস্ত দিনের শেষে সন্ধা আসে
পৃথিবীর সব রং মুছে গেলে
আবার ফিরে আসি নিজ নীড়ে।