আসল-নকল
ফারজানা আফরোজ
তাং-০২/১০/২০২১
আসল নকল যায় না চেনা
ভবের হাটের এই বাজারে।
কেনা-বেচা চলছে রোজ,
চকচকে রঙ্গিন সব মোড়কে।
সব কিছুতেই আছে ভেজাল
ছল, চাতুরি, মিছে মায়া,
ভাঙ্গা গড়ার এই নগরে।
আসল সোনা, আসল হীরা
পাওয়া ভার এই জগতে।
হরেক রকম জিনিস মাঝে,
খাঁটি জিনিস নাহি মিলে।
ক্যাসেট, সিডি হয় পাইরেসি,
অপসংস্কৃতি আসছে ধেয়ে।
অন্ধ অনুকরন করছি মোরা,
নিজ সত্ত্বা যায় হারিয়ে।
লোক দেখানো, মন ভোলানো-
যত মিছে হাসি-কান্না
মানুষরূপী মুখোশধারীর মুখোশগুলো,
রয়ে গেল চোখের আড়ালে।
মার্কস, রুশো, লেনিনদের যত মতবাদ
নেপোলিয়ান, বিবেকানন্দ, মার্ক টোয়েল-
শত গুণী মনীষিদের নীতিবাক্য,
সবই গেল বৃথা জলে।
চোখ ধাঁধানো, মন কাড়া
চমকে দেওয়া বিজ্ঞাপনে
ভুলে গেলে চলবে না তো,
পড়তে হবে ফাঁকিতে।
ধ্যানে মগ্ন আমি তাই,
খুঁজে ফিরি আসলটাকে।
১ Comment
congratulations.