৮৮ বার পড়া হয়েছে
কাশকন্যা
ফাতেমা ইসরাত রেখা
শুভ্র মেঘের পালকে ঝর্ণার হাসি
বকের সারির মতো,
মনের আয়নায় ভেসে ওঠে আজও
কত স্মৃতি অবিরত।
সাদা কাশফুলে ছেয়ে গেছে মাঠ
ঢেউয়ে দুলে সারাক্ষণ,
তারই মনোহর শোভা দেখে আজ
মনে জাগে শিহরণ।
আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে
চোখে চোখে কত কথা!
কত খুনসুটি হতো বেলা অবেলায়
কত দিন নিরবতা!
দেখো শরৎ এসেছে কাশের পুচ্ছে
বর্ষাকে ফেলে পিছে,
কেন তবে আর মুখ ভার করে
বসে থাকা চুপে মিছে।
লুটোপুটি খায় ঝলমলে রোদ
বায়ু নাচে গাছে গাছে,
এত মনোলোভা, এত সুখ শোভা
আর বলো কোথা আছে ?
এই বাংলার মুখ, বাংলার রূপ
প্রতিটি ঋতুর মতো,
খুঁজে পাবে না কেউ ধরণীর পরে
এমন বিস্ময় বিম্বিত।
বুধবার
06-10-2021