১১৯ বার পড়া হয়েছে
সমুদ্র ফুরায় না
ফাতিমা আলী
পৃথিবী ঘুমায়, চন্দ্র-সূ্র্য ঘুমায়-সমুদ্র ঘুমায় না
সমুদ্রের অনাবৃত বুকে দাউ দাউ সূর্য জ্বলে
জোছনা স্নিগ্ধ চাদরে ঢেকে দেয় গা
সমুদ্র নিঃশেষ হয় না।
খুব নিশব্দে টেনে নিয়েছিলে কাছে
রুদ্ধশ্বাসে সাজানো স্বপ্নে ভেসেছি
কিছু অযত্নে গচ্ছিত আছে।
বিদ্যুৎ বেগে টেনে নিয়েছো উথাল সমুদ্রে
নিমেষে উড়িয়ে নিয়েছো শূন্যে,
সম্বিত ফিরতেই দেখি-দাঁড়িয়ে আছি এক বরফ শৃঙ্গে;
সেই থেকে জমে আছি হিমশৈলে
জমে আছি অযুত বছর ভালোবাসার পাপে,
এখন সুপেয় পানি হয়ে অবিরত ঝরছি…