১২৮ বার পড়া হয়েছে
সবুজ মেয়ে শোন
ফাতিমা আফরোজ সোহেলী
শেষ শরতে
জলের আস্তরণ
বলছে ডেকে
সবুজ মেয়ে
শোন!
এ বেলাতে
হইনি নাহয় ভূমি
কইনি না হয়
কোমল পায়ে চুমি
তুইযে আমার
একলা মনের
কোণ!
আসবে ফিরে
সোনা রোদের দিন
শুধরে দেবো
নবান্নেরই ঋণ,
তাও যদি হয়
ভাবনা উচাটন
দেখিস চেয়ে
তোকে ঘিরে
আমিই আছি
থাকি সর্বক্ষণ!
তুইও থাকিস
মনেই রাখিস
মন!
#সোহেলীকথা
?
১৪/১০/২০
২৯শে আশ্বিন ১৪২৭