ফরিদ আহমদ দুলাল-এর সাথে প্রতিবিম্ব প্রকাশ এর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত:
বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি ও নাট্য ব্যক্তিত্ব ফরিদ আহমদ দুলাল-এর গবেষণামূলক প্রবন্ধ। কবিতার মায়াবন: শব্দ-শিল্প-ছন্দ-প্রকরণ গ্রন্থ প্রকাশের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত। এতে প্রকাশনীর পক্ষে স্বাক্ষর করেন-প্রতিবিম্ব প্রকাশের সত্ত্বাধিকারী আবুল খায়ের (কবি ও প্রকাশক)
নতুন-পুরাতন সকল শ্রেণির লেখকদের সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ।
ফরিদ আহমদ দুলাল-এর গবেষণামূলক প্রবন্ধ
কবিতার মায়াবন: শব্দ-শিল্প-ছন্দ-প্রকরণ
পাওয়া যাবে স্টল নম্বর: ২৬৬
ছবিটি প্রতিবিম্ব প্রকাশ এর উত্তরা অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে;
বইটি কবি-লেখকদের লেখালেখিতে সহায়ক গ্রন্থ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
প্রচ্ছদ: চারু পিন্টু
সৃজনশীল লেখকের ঠিকানা:
____________________
প্রতিবিম্ব প্রকাশ
বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯