২৫১ বার পড়া হয়েছে
প্রেম জড়ানো সুখ
ড. মাহফুজুর রহমান আখন্দ
ভালোবাসার পঙক্তি ওড়ে
হদয়-বনের ছায়ায়
স্বপ্নগুলো সবুজ হল
ভালোবাসার মায়ায়
প্রেম দুয়ারে কাজল কালো আঁখি
বসত গড়ে হলদে মায়ার পাখি
পাখির চোখে শাপলা ফোটা ঝিল
পদ্মপাতার সাথেও ভীষণ মিল
ঝিলের সাথে মিলের সাথে
রাতের তারা হাসে
শিউলি ভোরের আভাস দেখি
শরৎফোটার মাসে
মেঘ মাখানো আকাশটাকে রাখবো বুকে মাঝে
পিউ পাপিয়া ডাকবো দুজন সকাল দুপুর সাঝে
বুকের সাথে মিলাও তোমার মুখ
মাখবো মজায় প্রেম জড়ানো সুখ।