প্রেমের ছোঁয়া
নজরুল বাঙালি
এই হৃদয়ের স্মৃতির পাতায়
শুধু তোরই ছবি আকাঁ,
আজ মন খুলে যে বলতে চাই কথা
কারণ আজি মনটা আছে ফাঁকা ।
তোকে বলতে চাই যে অনেক কথা
সে সব ভিড় করেছে মনে,
মনের কথা বলবো চাই যে
শুধু একাকি তোরই সনে।
হৃদয়ে আমার প্রথম প্রেম জেগেছে
মনে লেগেছে কৃষ্ণ চূড়ার ভালো লাগার রং
আবার তুই ভাবিস না কখনো আমি
প্রেমিক হিসেবে সেজেছি শুধু সঙ।
প্রথম তোকে দেখে যেন
মন খুশিতে নাচে,
তোকে আমি কখনো ভুলতে
পারিনা সকাল সন্ধ্যা সাঁঝে।
এই হৃদয়ে গভীরে স্মৃতির পাতায়
আছে শুধু তোরই লিখা নাম,
মনের মাঝে আছিস মিশে
যেন স্মৃতিতে অম্লান ।
মায়াবী তোর মুখের হাসি
যেন গোলাপ রাঙা মিষ্টি দুটো ঠোঁট,
আয়না কাছে হাতটি ধরে
মোরা দুজন মিলে বাঁধি প্রমের জোট।
১ Comment
very good poetry, congratulations