প্রেমপত্র
হারুনুর রশীদ
এ পত্রে আমি কী আর লিখবো?
হৃদয়ের মণিকোঠায় যখন
লিখেছি একটি নাম “জোলায়খা”।
কী আর লিখবো? ভাবছি নতুন করে।
বসে নিরালায় কাল কেটে যায় ভাবনার তরে।
কল্পনাদেশে নিমগ্ন এই মন।
রুপালি আশায় করি বিচরণ।
স্মৃতির তুলিতে আঁকা।
হৃদয়ের মণিকোঠায় একটি নাম “জোলায়খা”।
মনের মাধুরী মেখে
লিখে যাই একে একে।
কাগজ-কলম ফুরায়!
চিন্তায় মাথা ঘুরায়!
ভাবি বসে শুধু একা!
হৃদয়ের মণিকোঠায় একটি নাম “জোলায়খা”।
বিরহের যাতনায়
যদি মোর প্রাণ যায়
মুছবে না তাও লেখা।
পেয়ে আমার পত্তর,
জবাব দিয়ো সত্ত্বর
হোক বা না হোক দেখা!
হৃদয়ের মণিকোঠায় একটি নাম “জোলায়খা”।
তোমার পায়ের ছন্দ,
কেশের কুসুম গন্ধ,
নয়নের শর বাঁকা।
উথলিয়া ওঠা বুক,
আপেল বরণ মুখ,
সব কিছু মধুমাখা।
হৃদয়ের মণিকোঠায় একটি নাম “জোলায়খা”।
এ কথাও বলে রাখি,
লেখা আছে ঢের বাকি।
ভাল্লাগেনা একাকী!
আশায় আশায় পথ চেয়ে থাকি।
তুমিও লিখিও মোরে, দিয়ো না কো ধোঁকা
প্রিয়তমা “জোলায়খা”॥