১৩৬ বার পড়া হয়েছে
প্রিয় মা
মোঃ সাইদুল ইসলাম
মা তুমি আছো আমার হৃদয় জুড়ে
মা তোমার জন্য আমি ছিলাম এই ভুবনে ,
মা তুমি আমার জন্য করছো কত কষ্ট
মা তোমার পেটের থেকে হলাম আমি ভূমিষ্ঠ।
মা তোমার মুখ পানে চাইলে কষ্ট যায় ভুলে
নিজে না খেয়ে আহার তুলেছ আমারি মুখে
তোমার ভালবাসা মাগো কখনো হয় না মিথ্যা
জন্মের পর থেকে মাগো আসো বট গাছের মতো ছায়া হয়ে।
এই দুনিয়ায় তোমার মত বাসেনা ভালো
তুমি একমাত্র ব্যক্তি মাগো যে বিনা স্বার্থে বাসলে ভালো,
মাগো তোমার পদতলে রয়েছে আমার জান্নাত
তোমার জন্য জীবন মাগো জীবন হলো ধন্য।