প্রিয় বেইমান
কবি জান্নাতুল ফেরদৌস।
28 11 2022
পৃথিবীতে মানুষ বড় স্বার্থপর
বড় বেইমান।
হৃদয়ের ভিতর জায়গা দিলে
ছুরিতে আঘাত করবে।
সে অনেক যতন করে
অনেক মায়া করে ছুরি দিয়ে গাধবে।
অচেনা এক যুবরাজ
যতনে অনেক হৃদয়ে রেখেছি।
পর হয়েছে সে
বড় বেইমান বড় স্বার্থপর।
যতন করে রাখছি তারে অনেক
সে হয়েছে আমার আজ পর।
হাসতে শিখায় যে আমায়
বিষ দেয় সবার আগে সে আমায়।
তাকে ভেবেছি আপন
সে ভেবেছে পর।
আর করেছে আমার কবর
বড় স্বার্থপর।
হৃদয়ের রাখলে তারে
অনেক যতন করে ভাঙ্গে আমার অন্তর।
আমি জানি মরিলে
কাঁদবে না তুমি।
আমি চলে গেলে
কোনদিন মনে করবে না।
আমি জানি চিরদিন কেউ রবে না
শিকল দিয়া বাঁধিলে।
তারপরেও এত
মিথ্যা আয়োজন আমাদের।
তুমি ভাবছো মোর ভুবনে
বারবার আসিবে।
এমনও মানব জনমে
হয়তো বারবার আসা হবে না।
ত্রিভুবনে হয়তো
আর আসা হয় না।
পাপ পুণ্যের
হিসাব হয়তো দিতে হবে।
তুমি যা করবে
হিসাব থাকবে খাতায়।
তোমায় কোনদিন
দিতে হবে।
বিচার হবে সেই বিধাতা
তাকে ফাকি দিতে পারবেনা।
মালিক তোমায় ছাড়বে না
তুমি যা করবে।
বিচারের মঞ্চ দাঁড়িয়ে আছে
বিচার হবে।
বিচারের মুখোমুখি হব
ওই বিধাতার দরবারে।
তোমার তীব্র অপেক্ষায়
সময় বলে দেবে।
বারবার মায়ার ভুবনে
আর আসা হয় না।
সাবধানে চলো জীবন
হইয়া সাবধান।
হও হুশিয়ার
হইয়া সাবধান।
শেষ বেলায় বড় অন্ধকার
মানুষরূপ নিয়ে আসে।
ফেরেশতারা
ভেবেছ কি তুমি।
পার পাবে না
ওরে বাবা ধন জীবন।
হও হুশিয়ার
বিচার হবে ওই বিধাতা করবেন।
পৃথিবীর মানুষ বড় বেইমান
বড় স্বার্থপর।