২১৫ বার পড়া হয়েছে
প্রিয় বাবা
সুরমা খন্দকার।
অন্ধের দেশে তুমি চশমার ফেরিওয়ালা।
বর্বর দেশে তুমি সভ্যতার গাও গান।
ভিক্ষার দেশে তুমি নিজেকে করো নিলাম।
তবু নিন্দুক তোমায় করিতে চায় ম্লান।
এসেছি যখন ধরণী মাঝে, তোমায় দেখিনি আঁখি পাতে।
তুমি এ ঘরের বীর আমার আপন,
মরণ পণ নাও সন্তান করতে যতন।
করতেনা কভু কারো নিন্দা তুমি,
বলতেনা মন্দ কথা।
নিজের কাজে মশগুল ছিলে,
জ্ঞানী ঠিক করে যা।
শৈশব কৈশোর তোমার শিক্ষায়
দীক্ষিত মন প্রাণ।
সন্তান তোমার সবাই গুণী তবু,
আমায় ভাবতে অসাধারণ।
তুমি আমার বটবৃক্ষ! আমার হিরো!
বলিনি কখনো যা,
ভালোবাসি তোমায় আমি, আমার ‘প্রিয় বাবা’।