প্রিয় জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।
খুব বেশি মনে পড়ে তোমাকে।
তুমি কেমন আছো
বেশি ভালো আছো তো।
তবে কি কখনো মনে পড়ে আমায়
আমার বেশ মনে পড়ে।
আমি আর হয়তো তোমায় ভুলতে পারবো না
বড্ড মনে পড়ে তোমাকে।
অচেনা অতিথি ছিলে
তারপর হলো বিনিময়।
তারপর হলো শুভক্ষণ
তারপর একদিন অনেক দূরে।
আমার বেশ মনে পড়ে
অনেক জানতে ইচ্ছে করে।
ভুলে গেছো আমাকে
অনেক সহজেই ভুলে যেতে পারছ।
তোমার হৃদয়ের আকাশে
আমি হতে চেয়েছিলাম ওই আকাশের তারা।
খুব জানতে ইচ্ছে করে
বড়ো ভালো আছো তো।
আজ যখন তোমাকে চাই
তুমি ততটাই অনেক দূরে।
তবে কেন এসেছিলে মোর জীবনে
কেনও দিয়েছিলে ভালোবাসার স্বপ্ন।
কেন ও এত ওয়াদা ছিল
সেই তুমি আজ বহুদূরে।
আজ ভালোবাসা তবে এত দূরে
খুব মনে পড়ে তোমাকে।
আমি তোমার হৃদয়ের আকাশে তারা হতে চেয়েছিলাম
খুব জানতে ইচ্ছে করে।
প্রিয় নীল জামা
জানো নীল জামা আর সাদা ওড়না
আমার স্কুল ড্রেস ছিল।
বাংলায় অত্যন্ত বেখেয়ালি ছিলাম
আর তুমি আমার প্রথম ভালবাসা ছিলে।
গণিতে খাতা ভরা থাকতো
স্কুল প্রোগ্রামের সেরা পুরষ্কার।
দুষ্টুমিতে সবার আগে
স্পষ্ট কথা বলার জন্য সবার অপছন্দের তালিকায় ছিলাম।
তবে কি জানো?
হ্যাঁ, তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে।
স্কুল গেটে প্রতিনিয়ত তোমার অপেক্ষায় ছিলাম
যখন সন্ধ্যা হতো পাড়ায় পাড়ায় দুষ্টু ছেলেরা।
বাসার সামনে এসে দেখতো আমায় অবাক হয়ে
যখন খোলা চুলে ঘুরতে যেতাম।
সবাই বলতো বাহ
ওই বুঝি যাচ্ছে জল্লাদ মেয়েটি।
জানো নীল জামাআর সাদা ওড়না
জানো আমার উদাসী মন শুধু।
তখন তোমায় খোঁজতো
আমি তো তখন কিশোরী ছিলাম।
অতশত কি আমি বুঝি তাম
ভালোবাসা কাহাকে বলে।
বাংলার খাতায় তোমার নাম আর ছবি থাকতো
আর আমি লুকিয়ে লুকিয়ে তোমায় দেখতাম।
সারা রাত কত স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে
আর মনে করতাম তোমাকে নিয়ে হারিয়ে যাবো অন্য পৃথিবীতে।
আচ্ছা আমার অবুঝ মনের কথা তখন কি তুমি বুঝতে
তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে।
জানো, নীল জামার সাদা ওড়না
আমার স্কুল ড্রেস ছিল।