২৩২ বার পড়া হয়েছে
প্রিয় কবিতা
আলো আহমেদ
হে মোর প্রিয় (কবিতা)
কোনদিন বলব না ভালোবাসো
বলিনি তুমি কাছে আসো
বলিনি নিঃশ্বাস হয়ে
এ দেহে মিশো এ জীবনে
জলে জলের অতলে
ঝিনুকের মত
আমারে তোমার বুকে টানলে,
চিরকালের মত
আবার দুরেও গেলে সরে
আমি পুরি তোমার অনলে
জীবনে পেয়েছি শ্মশান
প্রণয়ে পুস্পে কতো যতনে
চিতায় দিয়েছি অবসান,
মরণেরকালে দিয়োগো মাটি
যদি গো থাকি তোমার পরানে!
___________________
আলো আহমেদ
ওরলেন্ডো ইউএসএ