প্রিয় আজ সন্ধ্যায়
জান্নাতুল ফেরদৌস
27 12 2022
আজ সন্ধ্যায় আমি তোমার অপেক্ষায় ছিলাম
তুমি আসবে বলে।
আজ ঝিরিঝির হিমেল হাওয়ায় বাতাসে
লাল শাড়িতে অপেক্ষায়।
তুমি নীল শার্টে আসবে
জানো আজ নীল আকাশে।
দুটি তারা উজ্জ্বল হয়ে জ্বলছে
আর বারবার তোমায় মনে পড়ছে।
কেন মনে হয়
তুমি বলছো আমায় ভালোবাসো।
ভালোবাসা ভালোবাসা হৃদয়ে
জীবন জুয়ারে ভাসছে।
আজ সন্ধ্যায় আমি তোমার অপেক্ষায়
তুমি আমি কাছাকাছি।
কেন দূরে যাও
তোমায় ছেড়ে যাবো না আমি।
আমি তোমার হৃদয়ের রঙিন হতে চাই।
রঙিন ঘুড়ি উড়াবো বলে রোজ অপেক্ষা।
আজ চলো না সুখেরই সাগরে ভেসে ভেসে দুজনই একাকার হয়।
নীল আকাশে ভেসে ভেসে এক হতে চাই
দিন চলে যায় রাত চলে যায়।
তুমি আছো হৃদয়ের পাশাপাশি
ভালোবাসার পড়ন্ত বিকেলটা আমায় দাও।
মায়া ভরা জোসনা ভরা রাত আমাকে দাও
স্বপ্নের জানালায় ভালোবাসা উঁকি দেয়।
হৃদয় সাজাই আমি অনেক স্বপ্ন
তুমি দেখতে পাও।
তুমি প্রতি শুক্রবারে আমায় পত্র দিবে বলেছিলে
প্রতি বুধবারে ফোন করবে বলেছিলে।
মনে পড়ে আমায়
আমি আজো সেই অপেক্ষায়।
যাবার আগে বলেছিলে তুমি
তোমার কথা অনেক মনে পড়ে।
দিন যায় কথা থাকে
স্মৃতিগুলি নিরবে অনেক কাঁদে।
সময় গত হয়
স্মৃতি কথা বলে।
রাত যে আমার আর কাটে না
দু চোখের স্মৃতির বর্ষণ।
দূরে থাকো ফিরে এসো না
আজ সন্ধ্যায় আমি তোমার অপেক্ষায় ছিলাম।