প্রিয় অভিমান
ফারহানা তাছমিন হ্যাপি
দুরত্ব কতোটা তীব্র হলে তাকে যোজন যোজন দুরত্ব মনে হয়?
বলতে পারো কষ্টকে, কখন মনে রাখে মানুষ?
কষ্টকে ভুলে যেতে চাই সবাই
আমি বলি অক্ষুন্ন থাকুক , অমলিন থাকুক।
একরাশ কান্নার জগতে বাঁচতে দিয়ে চলে গেল যে মানুষ টা তোমায় আমি অভিশাপ দিলাম
তোমার ফেরার পথে শুষে নিক তোমার মন
মন ফুরানোর গল্প নিয়ে আর কোন গল্প না থাকুক।
বিপ্লবি আমি তোমায় ভালোবেসে
এখন অভিমানের জয় জয়কার।
ভুল করে কখনো কখনো
শেষ রাতে চাঁদের সাথে আলো মাখামাখি তুমিময় জুড়ে।
চাঁদ খান খান করে ভেঙে ফেলি তীব্র অভিমানে
ভাঙা চাঁদ হেসে উঠে জিগ্গেস করে ভালোবাসিস?
আমি নির্দ্বিধায় উত্তর দিই
আমি চাঁদ জোসনা কে ক্ষনিকেই অস্বীকার করতে পারি
যতোটা অভিমানের অন্ধকারে ডুবে গেলে
ভালোবাসা হয় না কোনদিন।
সুজ্জিত গৃহের আনাচে কানাচে রোদন হাহাকার,দম বন্ধ করা শুন্যতা
ম্লান বিচ্ছেদ যবনিকা তুমি, তোমাতেই আমি প্লাবিত
বুকের মাঝে বিরামহীন নিঃশব্দ আর্তনাদ।
বুকের ভেতর এখন পাথরের আবাস
অভিমান মৃত্যুর সাথে মিলিয়ে যাবে একদিন
তবুও এক জীবনে খন্ডন হবেনা কোনদিন।
তোমায় নিয়ে হৃদয়ের স্বপ্ন দেখা টাও বারন আছে
চাঁদের সাথে চোখের ভুল হলেও হৃদয় ভুল করে না
ভাঙা চাঁদ ভাঙা মন ভাঙা হৃদয়, এতো যে ভাঙন
এদেরো রুপ রস গন্ধ আছে, যার পুরোটা জুড়ে দিলে
নাম হয় তার প্রিয় অভিমান।