প্রাথমিক শিক্ষার লক্ষ্য
রওশন আরা ইসলাম।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে দৈহিক বৃদ্ধির পথ দেখানো হয়।
বিদ্যালয়- আমার বিদ্যালয়
এখানে মনের বিকাশ নিখুঁত ভাবে হয়।
বিদ্যালয়- আমার বিদ্যালয়
এখানে সামাজিক দীক্ষা দেয়া হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে আধ্যাত্মিক বোধের সৃষ্টি হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে নৈতিকতার ভিত গড়ানো হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে নান্দনিক হৃদয় তৈরি হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে দেশের প্রতি প্রেম জাগানো হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে বিজ্ঞানেরই গোড়া পত্তন হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে সৃজনশীল মানুষ তৈরি হয়।
বিদ্যালয় – আমার বিদ্যালয়
এখানে উদ্দীপিত স্বপ্ন বোনা হয়।।
রওশন আরা ইসলাম।
সহকারী শিক্ষক, সাতগাঁও স.প্রা.বি.
উপজেলা: শ্রীনগর, জেলা : মুন্সীগঞ্জ
৫ Comments
very good poetry; congratulations
অসাধারণ!
অনেক ধন্যবাদ ও শুভকামনা
চমৎকার হয়েছে! শুভকামনা রইল
সুন্দর লেখনী, আরো এমন জীবনমুখী কবিতা/গান চাই