১৫৭ বার পড়া হয়েছে
প্রশ্ন
(ইসরাত জাহান)
কে যে আমি, প্রশ্ন শুধু
নিজের তরেই আপন?
স্বপ্ন সকল সাজিয়ে গড়া
নিজের মায়ার ভুবন।
হাজার কাজের জন্য ছিল
সব প্রয়োজন হয়তো?
এখন সেসব,স্মৃতির ভিড়ে
মায়ার বাঁধন নয়তো!!
কাজ ফুরোলেই, আপনজনা
হয় যে নিজেই পর;
নিজ খেয়ালে ভুলবে তোমায়
শূন্য মনের ঘর!!
ভুলে যাওয়া, ভুলে ভরা
কষ্ট ব্যথার কাব্য;
আমরা মানুষ, পুতুল বেশে
নিত্য সাজের সভ্য।।
সমাজেরই প্রয়োজনে
অন্যায়েরই জয়ে;
সত্য সকল গুমরে মরে
অজ্ঞাতে যায় ক্ষয়ে।
হেরে গিয়েও যায় যে জিতা
জানেন শুধু প্রভু;
প্রকাশে রয় মুখোশধারী
জানবে না কেউ কভু।।
১ Comment
Congratulations