তুমি পাবে মুক্তি
?আব্দুল অদুদ চৌধুরী ?সৌদি আরব মক্কাহ।।
১৬/৮/২০২১
যাহারে দেখিলাম না আমি
তাহারে কেন বিশ্বাস করি-?
আসল কথা হইলো তিনি
সব কিছুই সৃষ্টি করেছেন
এতোই সুন্দর করি।
তোমার অল্প জ্ঞান থাকে যদি
পাইবে খুজে তাহার হদিস
তিনি থাকেন আড়ালে জ্ঞানের
কিতাব দিয়েছেন নবীর
মাধ্যমে সকলের লাগি।
নিজে আমল করিলে নিজেরও
লাগি পাবে মুক্তি,
জ্বিন ইনসান কে দিয়েছেন
একটু আজাদ করি,
যাহা করবে তাহা পাইবে
সব নিজেরও লাগি।
তিনি হলেন আহকামুল হাকিম
সকলের লাগি,
সবাই পড়ে দেখো আল কোরআন
কতোইনা সুন্দর তোমার আমার
জীবনের লাগি।
খেলা হবে শেষ!
মন বোঝাই কেমন করে
মনে কত কিছুই বলে—
আজ বুঝি মন তুমি নীরব
কথা বলোনা কেনো–??
মন থাকে উদাসীনি আশা
যাওয়া করে দুঃখ অবিরত
যেই দিন মন হইবে নীরব
এই দুনিয়ার খেলা হবে শেষ।
থাকতে জীবন করিলেনা সাধন
কেমনে সাধন পূরণ হবে?
মন পাগলের দোহাই দিয়ে
আর কতটা গুরুত্বপূর্ণ পথে
একাই হাঁটবে–?
যে তোমারে পাঠাইছে তাহার
কথা কেমনে যাও তুমি ভুলে!
তাহার কাছে যেতে হবে
তোমার শক্তি বাহাদুরি আর না
রবে সবই মুছে যাবে।
আপন দেশে যাইবে পাখি
আপন মালিকের কাছে
তবুও মানুষ অনেক স্বপ্ন
অনেক আশায় বুক বাঁধে।
গদ্য-শিখতে হবে কাজ
লিখতে হবে বেশি করে
পড়তে হবে বেশি বেশি
যতই পড়বে ততই জ্ঞানী হবে,
পড়াই হইলো জ্ঞান অর্জনের
পথ-সাথে শিখতে হবে কাজ।
টেকনিক্যালিই লেখা পড়া
টেকনিক্যাল কাজ শিখতে হবে,
নিজে জ্ঞান আগে নিতে হবে
পরে উপদেশ তুমি দেবে।
খালি স্কুল কলেজ মাদ্রাসা
অথবা বইয়ে যেই গুলি আছে
সেই জ্ঞান আগে নিতে হবে
টেকনিক্যাল পড়ার সাথে কি
ভাবে আধুনিক কাজ শেখা
যায় তাহা চিন্তা করতে হবে।
কম লেখা পড়া বাচ্চা গোলারে
টেকনিক্যালি কাজ শেখানোর
ব্যাবস্থা করুন দেখবেন একদিন
দেশ আধুনিক ও উন্নতি হয়ে
গেছে জেনে রাখুন।
দলীয় গোলামির রাজনীতি
ছেড়ে দেশের জনগনের
রাজনীতি করুন,দেখবেন
মরার পরে ও আপনাকে
দিল থেকে মানুষ দোআ
করবে জেনে রাখুন।
বন্ধু তোমার লাগিয়া
সখী ফুল দিয়ে ফুলের মালা
পরাইবো তোমার গলে গো
পরাব সু গগ্ধি ফুলেরও মালা
তোমার ও লাগি।
গহীন কাননে যাই আমি
আনি বাছিয়া বাছিয়া
সু গগ্ধি ফুল যতন ও করিয়া
গো বন্ধু তোমার লাগিয়া।
যতন করে রাখি ফুল
তাজা তাজা বাছিয়া গো
দিবো ফুলের সু গন্ধি ছিটাইয়া
তোমার অঙ্গেতে মিশাইয়া।
তোমার লাগিয়া যতন করে
সাজাইলাম বাসর ঘর
তাজা তাজা ফুল দিয়া
গো শুধু তোমার লাগিয়া।
আব্দুল অদুদ বলে সই গো সব
তোমা’র লাগিয়া অপেক্ষা
করতে করতে আমার ফুলের
মৌসুম গেলো চলিয়া।
প্রবাসি’রা টাকার মেশিন
নয়ন জলে বুক ভাসাইয়া
দিন গেলো মোর প্রবাসে,
মরুর দেশে পানির পিপাসায়
আমার বুক ফাটে।।
আজ ধনি হইবো কাল
ধনি হইবো বলে…
দিন কাটাইলাম প্রবাসে
ঘুরিলাম পাগলিনীর বেশে।
কারে আপন বলিব যতো দিন
টাকার মেশিন চলে,
সকলে তোমারে আপন ভাবে
টাকার মেশিন নষ্ট হলে আর
কেউ দেখিতে না পারে।।
আব্দুল অদুদ বলে প্রবাসে
টাকার মেশিন আর কতো দিন চলে,
যেই দিন টাকার মেশিন
নষ্ট হইলো প্রবাসীর মরণ হইলো অকলে।।
গীতিকাব্য—-
“আমায় ভালোবাসো”
আমারে দেখিয়া বন্ধে দূরে
বসে হাসে- কথা
কয় না ধরা দেনা রঙের
খেলা খেলে বন্ধে
আমারে পাগল বানাইছে।।
কত রঙে হাসে বন্ধে
রঙের তামাশা করে
যদি পাইতাম প্রাণ বন্ধুরে
ছাড়িতাম না এই জীবনের তরে।।
বন্ধু আমার রঙের রঙিলা
ভুলি কেমন করে –
পাইলে তারে ধরে রাখিতাম
এই জীবনটা ভরে।।
অদুদ বলে বন্ধু এই জীবনে
চাইনা আর কিছুই যদি
আমারে দয়া করো-
তোমার জন্য পাগল আমি
আমায় ভালোবাসো রে
বন্ধু আমায় ভালোবাসো।।
পাব কোথায় গিয়ে
পয়সা দিয়ে খাতির করে
সব গেলো মোর বিফলে;
টাকা পয়সায় হয়না সবই
টাকাতে খাতির নষ্ট করে।
মিষ্টি কথায় মন ভুলাইয়া
নিলো টাকা পয়সা;
চাইতে গেলে দেয় গালি
থাপ্পড় মারে গাল ভরিয়া।
এখন দেখি খাতির নষ্ট
টাকা দেওয়ার কারণে;
টাকাতে হয় বন্ধুত্ব নষ্ট
রাইখো তুমি স্মরণে।
আসল বন্ধু হয়না টাকায়
হয়রে অন্তর দিয়ে,
সঠিক বন্ধু খুঁজব আমি
পাব কোথায় গিয়ে-?
আব্দুল অদুদ বলে তাই
মানুষ চিনে বন্ধু বানাও;
কষ্টে থাকলেও ধর্য্য ধরে
তোমার ঐ মনটা মানাও
অশান্তিতে আছে সবাই
জুলুম অত্যাচারে সমাজ গিয়াছে ভরে—
যাহারা কথা বলবে
তারা সবাই বিক্রি হইয়া গেছে
অশান্তিতে সবাই হায় হায় করে।
অসভ্য খারাপ যারা এখন
তারা বিচার সাজিয়ে
সমাজ নষ্ট করছে ঘুষ দুর্নীতিতে
আর জুলুম অত্যাচারে।
হারামখোর এখন সুফি সাজিয়া
দুই দিকে খাইতেছে তারা এখন
বড় নেতা সব খানে তাদের
পাওয়ার চলে।
দুই মুখা সাপের মতো সমাজে
তারা বাড়িয়ে রাখছে জুলুম
নির্যাতন করে জুলুম করে
লুটপাট করে সমাজ ধ্বংস করে।
এমন যুগ আইছে হক কথা
বললে তোমারে মারিয়া ফেলিবে,
কথা বলার অধিকার নাই জুলুম
করে বিপদে তোমারে ফেলিবে।
মন পাইলাম না
আমি কেমনে আছি বন্ধু
তুমি জানো না,
তুমি থাকো তোমার মতন
আমার কথা মনে রাখোনা।
দিন গেলো সাপ্তা গেলো,
এইভাবে মাস গেলো,
বছর গেলো ফুরইয়া বন্ধু
তুমি দেখা করিলায়না।
সোনার জীবন শেষ হইলো,
অপেক্ষা আরো বেড়ে গেলো,
তোমার মনে পড়ে না বন্ধু
আর আইলায় না।
পাগল মনে অনেক কথা
সব আর বলা যায়না,
বাঁচা মরার সবিই লিখা
আসলে তোমার মন পাইলামনা।
কোথায় যাবে চলে
নীরব পৃথিবী শুধু হাহাকার
ভয় আর ভয় কখন কি হবে,
কেউ কি বলতে পারে?
কে কয়দিন রবে।
কোন সারা শব্দ নাই সব
মরণের ভয়ে কাঁপে ;
মানুষ জাতি যদি ভয় করো
তোমার সৃষ্টি কর্তাকে।
মানুষ এমন আজব জাতি
যখন বিপদে পড়ে ;
আল্লাহরে স্মরণ করে-বিপদ
মুক্ত হলে ভুলে যায় তারে।
পাষাণ জাতি স্মরণ করে না
কোথায় ছিলো;
আবার কোথায় যাবে চলে
সঙ্গে কিবা নিবো।
?️আব্দুল অদুদ চৌধুরী?️সৌদি আরব মক্কাহ।।
১ Comment
very good response. Congratulations.