১৬৩ বার পড়া হয়েছে
স্রোতের বিপরীতে
শাহাদাৎ হোসাইন কাওসার (KSA)
আত্মহারা হই না আমি
নীলাভ আকাশ দেখে,
একটু পরেই ঢাকতে পারে
নিকোষ কালো মেঘে।
একটু পরেই মেঘের আড়াল
হতেই পারে সুর্য্য,
হতেই পারে বিলীন আলোর
ঝলমলে সৌন্দর্য্য।
তাইতো আমি আঁধার রাতে
চলতে পথে পথে,
বিচলিত হই না কভু
সাহস থাকে সাথে।
মনকে বলি চলতে শিখো
স্রোতের বিপরীতে,
চৈত্র মাসের রোদ্র কিংবা
পৌস মাসের শীতে।
জীবন নদীর বাকে যদি
বহে বাতাস বৈরী,
শক্ত হাতে পাল উড়াতে
সদা থেকো তৈরী।
৩/৮/২০২১
শাহাদাৎ হোসাইন কাওসার
রিয়াদ, সৌদি আরব।
৩ Comments
সুন্দর উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম ।
মাশাআল্লাহ
Congratulations, very good responses.