রাষ্ট্র খবর কি তোমার
-মাইন উদ্দিন
(জেদ্দা-সৌদী আরব)
নিশ্চুপ তুমি রবে কত কাল
এসেছে মহা প্রলয় মহা কাল
শত্রু ঘরের কাটে সিঁধ
তোমার আজো কেন এত নিভৃতে নিদ।
হে রাষ্ট্র খবর কি তোমার?
এখনো কি নিদ ভেঙে হয়নি সময় জেগে উঠার
নিত্য পণ্যের বেহাল দামে টেঁটা বিঁধেছে আয়ে
চোখ মেলে নেই কেউ এসব দেখার।
গুম,খুন,রাহাজানি আর অপরাজনীতি
সেই সাথে জোট বেঁধেছে পণ্যের উর্ধগতি
দেশের চাবি হায়েনার হাতে হচ্ছে নিত্য ক্ষতি
টাকার মান যাচ্ছে কমে চলছে মুদ্রাস্ফীতি।
হে রাষ্ট্র খবর কি তোমার?
ভোজ্য ও জ্বালানি তেলের দাম দিয়েছে বেড়ে
তেলা মাথায় ঢালো তেল আম জনতার পকেট মেরে
চলছে সার্কাস সকাল-বিকাল হরেক কথার ফুলঝুরি
ভিনদেশে আটকে থাকে দেশের হাজার পয়সাকড়ি।
হে রাষ্ট্র খবর কি তোমার?
জনতার কামলা সরকারি আমলা
ভাব যেন লাট সাহেব
জনতার আয়ে বেতন পেয়ে
নিজেকে ভাবে সম্রাট আওরঙ্গজেব।
অফিসে এলে মসি হলে
বসায় সোফা চেয়ারে
সাধারণ মানুষ সেবা নিতে এলে
বলে পয়সা রাখো ড্রয়ারে।
হে রাষ্ট্র খবর কি তোমার?
আর কত কাল নিশ্চুপ রবে
নিভৃতে সব সয়ে
আজো কি হয়নি সময় জেগে উঠার
৭১ এর গর্জন তুলে
দুচোখ মেলে দেখো চেয়ে
শকুনের দল করছে উৎপাত রয়েছে উৎপেতে
তবে কি ছিঁড়ে,ছোবলে,খাবলে খাবে আমার সোনার বাংলাকে!
হে রাষ্ট্র খবর কি তোমার?
এসো ধরে হাতিয়ার আওয়াজ তুলি সমস্বরে
অসত্যের বাণী নিপাত যাবে
শকুনের থাবা পিষে দিবে
বাংলা রবে বিশ্ব মানচিত্র জুড়ে।