১৩৯ বার পড়া হয়েছে
একক
নিজাম উদ্দিন
বিশ্বাসী যে একক স্রষ্টায়
স্রষ্টা যে তারে আপন বানায়,
সত্য সুন্দর অন্তর খোঁজে
মিলে যে তরি ,মানুষ ভজে
কেউ বুঝে ,কেউ বুঝে না।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ , খ্রিষ্টান
এক মহাজন বাজাই যে গান
কণ্ঠে যে তাদের সুরের ব্যবধান।
কেউ শুনে তা কেউ শুনে না ।
গোপন সঞ্চারী অবোধ পাপকারী
পাপঘ্ন চিত্তে জ্বলে মরি ,
কেমনে বলো গুরু ধরি
সহজ পথিক মন হলে না
৪ Comments
very good responses. congratulations.
thanks very much ?
অনেক সুন্দর উপস্থাপনা প্রিয়,
আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় ।