তোমরা করে দিয়েছো বদনাম
যে এক পবিত্র প্রেম ভালোবাসার
মমতায় জড়িয়ে মানুষ বেঁচে থাকে
সেখানে অহমিকা এনে
তোমরা করে দিয়েছো বদনাম
যে বিশ্বাসের বুনিয়াদ নিয়ে
তৈরি হয় ভরসার ঘর
সেখানে সন্দেহের বীজ বুনে
তোমরা করে দিয়েছো বদনাম
যে প্রেমে হৃদয় দিয়ে
স্বপ্ন গেথে দুজন হয় আপন
সেখানে অভিসারের নেশায়
তোমরা করে দিয়েছো বদনাম
যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে
তিলে তিলে গড়ে ওঠে সুখের নীড়
সেখানে অধৈর্য অবহেলা তিরস্কারে
তোমরা করে দিয়েছো বদনাম
যে হৃদয়ের গভীরতার স্পর্শে
দুজনের হয় মিলন
সেখানে স্বার্থ লোভ আর তাচ্ছিল্য
তোমরা করে দিয়েছো বদনাম
তুমি আসবে আর ভালোবাসবে
হোক না সেটা বৃষ্টিভেজা কোন প্রহরে
যেখানে একগুচ্ছ কদম নিয়ে
তুমি আসবে আর ভালোবাসবে
হোকনা সেটা শিশিরসিক্ত এক প্রভাত
যেখানে খালি পায়ে নূপুর পড়ে
আমি আসবো আর ভালোবাসবো
হোকনা সেটা পড়ন্ত বিকেল হাজার লোকের ভিড়ে
যেখানে দুজনে মিলে চা খেতে খেতে
আমরা হাসব আর ভালোবাসবো
হোকনা সেটা অনন্ত সাগরের ঢেউয়ে
যেখানে বুকভরা আশা নিয়ে
তুমি আসবে আর ভালোবাসবে
হোকনা সেটা গোলাপ বাগানে
যেখানে এক মায়ার বাঁধনে
তুমি আসবে আর ভালোবাসবে
হোকনা সেটা রাতের গহীনে
একমুঠো রঙিন স্বপ্ন নিয়ে
আমরা আসবো আর ভালোবাসবো
তোমার সাথে
তোমার সাথে রিক্সায় চড়ে সারা শহর ঘুরতে চাই
রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে চাই
তোমার সাথে রাত জেগে ফোনে কথা বলতে চাই
আর একসাথে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে চাই
তোমাকে স্পর্শ করতে চাই আদর করতে চাই
তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে,
তোমাকে ঘুম পাড়িয়ে দিতে চাই
তোমার বুকে মাথা রেখে নিজে ঘুমোতে চাই।
তোমার প্রিয় সব খাবার আলু ভাজি , মাছ ভাজি,
ডিম ভাজি, আর নুডুলস রান্না করে
তোমার পাশে বসে তোমাকে খাইয়ে দিতে চাই
একসাথে বারান্দায় বসে গরম গরম কফি খেতে চাই
তোমার সাথে হাসবো কাঁদবো অভিমান করবো
তোমার সাথেই জীবনের সব রঙ উপভোগ করবো।
কিন্তু আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল
আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না প্রিয়
শুধু আজীবন আমার হয়ে থাকবে
আর শুধু আমাকেই ভালোবাসবে।।
লেখক: প্রবাসী কবি, মেরিল্যান্ড/আমেরিকা
২ Comments
Congratulations
অসাধারণ!
সুন্দর অভিব্যক্তির স্বচ্ছ ও ষ্পষ্ট উচ্চারণের কবিতাশৈলী মনকে নাড়া দেয়।লিখুন আরও লিখুন প্রিয় কবি।