শ্বাসরুদ্ধ গোপন
কামরুন নাহার রুনু
===============
আপেলের মতো গোলগাল জীবনে-
চোখে পড়ে আয়োডিনযুক্ত লাল লাল ক্ষত!
সংসারে যতোই কলাপাতায় মুড়িয়ে বানাও মাছের পাতুরি
ঘরে বাহিরে কিংবা আঙিনায়, থেকে যাবে গতকালের সম্ভাষণ!
যা ঘটছে তাই সত্য,যা ঘটবে তাই ইতিহাস!
কিছু লেনদেন, কিছু হেরাফেরি,কিছু কৌতূহল,কিছু রহস্য,
মুখোশের আড়ালে কিছু মাতাল ঘ্রাণ মেখে;
কালের স্রোতে আটকে পড়া-
বোতাম আর শার্টের সম্পর্ক চিনে নেয়;
শরীরে ঘামের কারুকাজ!
চারুকলা বৃক্ষরা ক্রমাগত মিলায় মাটির নিরুদ্বেল দেহে,
ছড়ায় নৈমিত্তিক পাললিক জীবন,
হামাগুড়ি থেকে হাঁটাহাঁটি চলা, চৌকাঠ থেকে জমিনের বীজতলা
লিখে যায় এক অসমাপ্ত কবিতা,যার শেষ পঙক্তিতে-
শ্বাসের তটরেখা বেয়ে উড়ে চলে;
সূর্যানুগামী কোন ফুল, হয়ে শ্বাসরুদ্ধ গোপন……………
29/08/21
১০৬ বার পড়া হয়েছে