২২৩ বার পড়া হয়েছে
প্রত্যাদেশ
খায়রুল ইসলাম মামুন
এমন আকাশ দেখাও-
যেখানে কখনো মেঘ জমেনি,
এমন নদী আছে কি কোনখানে-
যার কখনো কূল ভাঙেনি?
একটা সাগর খুঁজি চল একসাথে
যার বুকে নেই ঢেউয়ের ক্রন্দন,
একটা বিশাল পাহাড় দেখাও-
যার বুকে নেই জলের নিঃসরণ।
এমন তরু আছে কি কোথাও
যার কখনো ঝরেনি পাতা?
এমন মরু দেখেছ কি কভু
যার বুকে উঠেনি বাত্যা?
পাহাড় নদী মরুর মতো
মানব হৃদয় মাঝে,
জমবে মেঘ, উঠবে তুফান
সকাল-সন্ধ্যা-সাঁঝে।
তাই বলে কভু হটো না পিছু-
সম্মুখে হও আগুয়ান,
আঁধার কালো রাত পেরোলেই
স্নিগ্ধ সুকুমার পাখি ডাকা বিহান।