৮৫ বার পড়া হয়েছে
অনুষ্ঠিত হলো প্রতিবিম্ব প্রকাশ-প্রকাশনা উৎসব ও রয়্যালিটি প্রদান অনুষ্ঠান:
গত কাল ০৭ জুন ২০২৪ শুক্রবার, বিকেল ৪টায় কবিতা ক্যাফে, কাঁটাবন মোড়, অনুষ্ঠিত হয় প্রতিবিম্ব প্রকাশ-প্রকাশনা উৎসব ও রয়্যালিটি প্রদান অনুষ্ঠান।
কবি ও সংগঠক সাঈদা আজিজ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন: বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রধান আলোচক: ড. মাহফুজুর রহমান আখন্দ
(কবি ও গবেষক, প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়; সাধারণ সম্পাদক, কবিতা বাংলাদেশ)
প্রধান আলোচক ছিলেন : কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী (প্রেসিডেন্ট পোয়েট্স ক্লাব)
বিশেষ অতিথি ছিলেন:
অধ্যাপক শিরীণ আক্তার, কবি অ্যাডভোকেট মনিরুজ্জামান শাওন।
স্বাগত বক্তা ছিলেন : কবি আবুল খায়ের (কর্ণধার: প্রতিবিম্ব প্রকাশ, সম্পাদক: কালের প্রতিবিম্ব)
কবিতা আবৃত্তি করেন:
বিটিভির সংবাদ পাঠক রেহানা পারভীন,কবি মাহী ফারহানা, কবি মীর আব্দুর রাজ্জাক, কবি ও ঔপন্যাসিক তালুকদার লাভলী, কবি গীতিকার মোঃ মুজিবুর রহমান বকুল, কবি কাজী আনারকলি, কবি মাহ্ফুজা আহমেদ, কবি হোস্নেয়ারা বকুল, কবি ইলোরা সোমা, অ্যাডভোকেট কবি শেখ মনিরুজ্জামান শাওন, কবি আব্দুল গনি ভূঁইয়া, কবি রিহোসাইন, কবি বিমল চন্দ্র সরকার, কবি হাফিজ উদ্দীন আহমেদ, কবি রুবেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শফিকুল ইসলাম স্বপন, মোঃ মুজিবুর রহমান বকুল, কবি মাহতাব উদ্দিন, শিশু শিল্পী মেহেরীন আহমদ হৃতিকা প্রমুখ।
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ফরিদ আহমদ দুলাল বলেন- এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশে এই প্রথম। রয়্যালিটি বা লেখক সম্মানি যদি আনুষ্ঠানিকভাবে লেখকদের দেয়া হয়, তবে লেখকরা উৎসাহিত হবে।
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন বলেন-রয়্যালিটি প্রদান অনুষ্ঠান কেবল শুরু হলো, আর সেই কাজটি করে দেখালো প্রতিবিম্ব প্রকাশ। যা এই দেশে অনুকরণীয় হয়ে থাকবে।
ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন- আমি রাজশাহী থেকে এসেছি কেবলমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কারণ এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। লেখক-প্রকাশক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এই ধরনের অনুষ্ঠান।
প্রতিবিম্ব প্রকাশ-এর কর্ণধার কবি আবুল খায়ের বলেন- আমার খুবই ভালো লাগছে লেখকদের উদ্দিপনা দেখে।
প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত-২০২৪ এ নতুন বইয়ের মধ্য থেকে বইমেলায় বিক্রয় তালিকায় শীর্ষ ১০ বই এবং তাদের লেখকদের হাতে সম্মাননা তুলে দেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ এবং সাবেক অতিরিক্ত সচিব কবি এম এ মান্নান হাওলাদার।
প্রায় শতাধিক কবি-লেখক কবিতা আবৃত্তি, গান, সাহিত্য আলোচনা ও আড্ডায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সঞ্চালনায়: টিভি/মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া সুলতানা যমুনা।
প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত-২০২৪ এ নতুন বইয়ের মধ্য থেকে বইমেলায় বিক্রয় তালিকায় শীর্ষ ১০ বই। (ক্যাটাগরি: ০১)
০১) ইফ্ফাত জাহান চৌধুরী (কানাডা প্রবাসী কবি) (কাব্যগ্রন্থ: অনুভবে তুমি)
০২) রাজিয়া সুলতানা শিম্মা (কাব্যগ্রন্থ: স্বপ্ন ছোঁয়া)
০৩) এম এ মান্নান হাওলাদার (সাবেক অতিরিক্ত সচিব); (কাব্যগ্রন্থ: নিসর্গে নন্দিতা)
০৪) মাহ্ফুজা আহমেদ (কবি ও সংগঠক ); (গল্পগ্রন্থ: শার্শিতে শিশিরের কান্না)
০৫) আফরোজা জেসমিন (কবি ও শিক্ষাবিদ); (কাব্যগ্রন্থ: হৃদয় পথের বাঁকে)
০৬) এবিএম সোহেল রশিদ (কবি ও অভিনেতা); (কাব্যগ্রন্থ: পঙ্ক্তিমালার কাঠগড়ায় আগুনফুল)
০৭) আমিনুল ইসলাম (কবি ও সাবেক সচিব); (কাব্যগ্রন্থ: মতিহারি ভালোবাসা)
০৮) কানিজ ফাতেমা (গল্পকার ও শিক্ষাবিদ); (গল্পগ্রন্থ: পটু)
০৯) ফরিদ আহমেদ দুলাল (বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি); (গবেষণামূলক গ্রন্থ:- কবিতার মায়াবন: শব্দ-শিল্প-ছন্দ-প্রকরণ)
১০) মুকুল রায় (কবি ও প্রাবন্ধিক); (ভ্রমণকাহিনি: আসাম ভ্রমণ উপাখ্যান)
প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত-২০২৪ এ নতুন বইয়ের মধ্য থেকে (বইমেলায়, রকমারি ও অনান্যভাবে) বিক্রয় তালিকায় শীর্ষ ০২ বই। (ক্যাটাগরি: ০২)
১) তসলিমা হাসান (কানাডা প্রবাসী কবি ও কথা সাহিত্যিক); (তোমার বসন্তের মায়াজালে)
২) হাসিনা আনছার (রন্ধনশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা); (বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার ১০০রেসিপি)
_________________________________________________________
আবুল খায়ের
কর্ণধার: প্রতিবিম্ব প্রকাশ
সম্পাদক: কালের প্রতিবিম্ব (শিল্প-সাহিত্যের কাগজ)
সম্পাদক: মনের মুকুরে (শিশু-কিশোর পত্রিকা)
প্রতিষ্ঠাতা: সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)
প্রতিষ্ঠাতা: সপক ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা: আমাদের পাঠাগার
__________________________
অফিস ও শো-রুম:
বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯; ০১৮২৬৩৯৫৫৪৯।