আমরাও গর্বিত। প্রতিবিম্ব প্রকাশ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়, বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিনকে।
এই সম্মাননা ভারতের কবি সুবোধ সরকার, কবি বিনায়ক বন্দোপাধ্যায় এবং বাংলাদেশের বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, ড. মাহবুব হাসান এবং কবি শ্যামসুন্দর সিকদারকে প্রদান করা হয়।
গত ১৬ জুন শুক্রবার বিকাল ৫ টায় প্রতিবিম্ব প্রকাশ ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে ভারত ও বাংলাদেশের কবিদের নিয়ে ছিলো এক মনোজ্ঞ সাহিত্য আয়োজন। প্রথম পর্বে- বাংলাভাষার প্রখ্যাত কবি, পশ্চিমবঙ্গের কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার ও বাংলাদেশের প্রখ্যাত কবি বৈশ্বিক কণ্ঠস্বর রেজাউদ্দিন স্টালিন একাধিক কবিতা পাঠ করেন।দুজনের পাঠ অসাধারণ ব্যঞ্জনা সৃষ্টি করে। সুবোধ সরকার বলেন বাংলাদেশ বাংলাসাহিত্যের উর্বর ভূমি, এখানে এসে আনন্দ ও গৌরব বোধ করছি। রেজাউদ্দিন স্টালিন বলেন, যে কবিতায় জীবনের প্রতিফলন নেই সে কবিতা বাঁচে না। কথাবিন্যাসে পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও কথাকার বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন – বাংলাদেশ আমাদের পরম নির্ভরতা দেয়,বাংলাভাষার অনিবার্য আশ্রয়।
সভাপতিত্ব করেন বিটিআরসি এর চেয়ারম্যান বিশিষ্ট কবি শ্যামসুন্দর সিকদার।
সম্মানিত অতিথি ছিলেন কবি জাহিদুল হক, ড.মাহবুব হাসান, ড.বিশ্বজিৎ ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন কবি কবীর হোসেন তাপস।আলোচকগণ সুবোধ সরকার ও রেজাউদ্দিন স্টালিনকে বাংলাভাষার প্রধান কবিদের অন্যতম বলে উল্লেখ করেন।তারা বলেন দুজনের কবিতা মানুষকে অধিকারের প্রশ্নে প্রতিবাদী হতে প্রেরণা দেয়।
প্রথমপর্বে আবৃত্তি করেন– ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়. ড.শাহাদাৎ হোসেন নিপু , নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, ফারহানা তৃণা চক্রবর্তী।
দ্বিতীয় পর্বে আবৃত্তি করেন– শামীমা চৌধুরী এলিস, অমিত আহসান, জাহানারা বুলা, ক্যামেলিয়া আহমেদ, আফরোজা মিতা, ও উর্মী নন্দী।
বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য সংগঠনের কবিরা কবিতা পড়েন।
দ্বিতীয় পর্বে শুভেচ্ছাজ্ঞাপনে ছিলেন, কবি রতন মাহমুদ, কবি হরষিত বালা, কবি আসলাম সানি, কবি শাহীন রেজা, কবি আবদুর রব, কবি মাহমুদ হাফিজ, কবি আনজীর লিটন, কবি আসাদ কাজল, কবি সৈকত হাবিব, কবি সৈয়দ রনো, কবি শাহীন চৌধুরী, কবি সৌমিত্র দেব, কবি শোভা চৌধুরীসহ আরো অনেকে।
ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার জনাব আবুল খায়ের।
ম্যাজিক লণ্ঠন, অন্যধারা, প্রিয়জন, মনন ও কণ্ঠস্বর প্রকাশনার কবিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র পরিবেশন করেন ছায়া কর্মকার ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন মুন্নী কাদের।
১ Comment
অনুষ্ঠানের সংবাদ পাঠ করে আনন্দিত হলাম। দুই বাংলা কে নিয়ে ভীষন ভালো উদ্যোগ।