১৯৪ বার পড়া হয়েছে
‘মুখে বাংলা ভাষা আর বুকে বাংলাদেশ আছে’ পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩ এ ভূষিত:
পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন তারিক সুজাত এবং আনজীর লিটন।
পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন গল্প-উপন্যাস ক্যাটাগরিতে ‘গল্পগুলো মজার’ বইয়ের জন্য আনিসুল হক; শিশুসাহিত্যে ‘মুখে বাংলা ভাষা আর বুকে বাংলাদেশ আছে’ বইয়ের জন্য আসলাম সানী; মুক্তিযুদ্ধে ‘নতুন সূর্য’ বইয়ের জন্য আহসান হাবীব এবং প্রকাশনা বিভাগে শ্রেষ্ঠ প্রকাশনী হিসেবে ‘সেবা প্রকাশনী’।
আজকে ০৫-০২-২০২৩ রবিবার, চ্যানেল আই কার্যালয়ের ষ্টুডিওতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেয়া হয়।