০১ ডিসেম্বর ২০২৩ থেকে প্রতিবিম্ব প্রকাশ এর অফিস নতুন ঠিকানা:
“সৃজনশীল লেখকের ঠিকানা” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবিম্ব প্রকাশ কাজ করে যাচ্ছে। গুণীজনদের বই প্রকাশ ছাড়াও দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবীন-প্রবীণ কবি, লেখক ও গুণীজনদের গুণগতমানের বই প্রকাশ ও বিপণনের এক বিশ্বস্ত অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন দীর্ঘদিন। তারই ধারাবাহিকতায় কাজের ব্যাপকতা ও সেবা প্রদানের সুবিধার জন্য প্রতিবিম্ব প্রকাশের অফিস উত্তরা সেক্টর ০৪ থেকে সেক্টর ০৬ এ স্থানান্তর করা হচ্ছে।
এই বিষয়ে প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার আবুল খায়ের (কবি ও কলামিস্ট) বলেন-আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ০১ ডিসেম্বর ২০২৩ থেকে আমাদের প্রতিবিম্ব প্রকাশ-এর অফিস নতুন ঠিকানায় এবং নতুন রূপে আপনাদের সেবায় কার্যক্রম শুরু করবে। ঠিকানা বিস্তারিত নিচে দেয়া হলো। যেকোনো যোগাযোগ করতে মোবাইল ফোন/হোয়াটসআপ/ইমেইল করতে পারেন। জরুরি প্রয়োজনে দেখা করতে পারেন।
প্রতিবিম্ব প্রকাশ
অফিস:
বাড়ি: ১১ (নিচ তলা), সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash