প্রতীক্ষা করছি
(খান জান্নাতুল ফেরদৌস আলাপী)
অপেক্ষা করছি, প্রতীক্ষা করছি আর মিনতি করছি
জীবনের প্রান্তরে যেন রক্তক্ষয়ী উপন্যাস
যেন আর একটাও না থাকে।
ইতিহাস যেন কথা না বলে ব্যর্থতার।
তাই আজ আমি নিমন্ত্রণ করছি আমার কবি কুঠিরে
এ ভূ-মন্ডলের প্রতিটি দেশের প্রতিটি রাজাকে।
আমার কবি কুঠিরে আপনাদের সকলের নিমন্ত্রণ
মহোদয়, এমন একটা রাজা আছে কি
তাঁর আদর্শকে আমি কবির নীতি বলে জানবো?
বড় ক্লান্ত আমি, রাজার নীতিগুলো কেমন যেন
শোষণ হয়ে গেছে!
আমি গনতন্ত্র বুঝতে পারছিনা কেবল সৈরতন্ত্র দেখছি
বঙ্গবন্ধুর সোনার বাংলা কলঙ্কে ভরেগেছে।
যে দেশে রাজাকে খুন করে নতুন রাজা তৈরি হয়
সে দেশের গনতন্ত্র কি পারে সভ্য নাগরিক উপহার দিতে?
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতির নামে
সন্ত্রাস তৈরি হচ্ছে, মিথ্যে নেতাজী হওয়ার স্বপ্ন দেখিয়ে
মেধাবী ছাত্রদের তৈরি করছে অপরাধ জগতের নায়ক!
তাই বলছি আসুন কবি কুঠিরে-
কবির কবিতার মত প্রসিদ্ধ রাজনীতি তৈরির জন্যে
নতুন একটা কবিতাকে আমরা
সুস্বাগতম জানাই।
১ Comment
Very Nice